এখন পড়ছেন
হোম > জাতীয় > বেঙ্গালুরুতে রহস্যজনক বিকট শব্দ, উৎস নিয়ে ধন্ধে সব মহল, ২০২০ নিয়ে বাড়ছে ক্রমশ আতঙ্ক!

বেঙ্গালুরুতে রহস্যজনক বিকট শব্দ, উৎস নিয়ে ধন্ধে সব মহল, ২০২০ নিয়ে বাড়ছে ক্রমশ আতঙ্ক!


একে করোনাতে রক্ষে নেই তার সঙ্গে জুড়েছে সুপার সাইক্লোন আমফান। বাংলা আর উড়িষ্যাকে নিয়ে চিন্তিত। কিন্তু এই কর্ণাটকের বেঙ্গালুরুতে শোনা গেলো প্রচন্ড জোরে একটি ‘বুম’ করে শব্দ।

বেঙ্গালুরুতে হোয়াইটফিল্ড, কোরমঙ্গলা , এইচ এস আর লেই আউট , ওল্ড মাদ্রাসা রোড, হ্যাল, কুক টাউন , কুন্দনাহাল্লি, হুসুর রোড, সিভি রামান নগর ছাড়াও বেশ কিছু অঞ্চলে। লকডাউন এর মধ্যে সবকিছুই থমকে গিয়েছে চারিদিক সুনসান ,এর মধ্যেই আজ দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ প্রচন্ড জোরে একটি ‘বুম’ করে শব্দ শোনা গিয়েছে। শব্দের আওয়াজে কেঁপে ওঠে চারদিক। অনেকজায়গায় জানালার কাঁচ ভেঙে পরে।

প্রথমে মনে করা হয় ভূমিকম্প কিন্তু পরে বোঝা যায় যে প শব্দের জন্যই কেঁপে উঠেছিল এলাকা। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি ওই ভয়ঙ্কর শব্দটি কোথা থেকে এসেছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তারাও কিছু কেননা কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তার এয়ারফোর্স এর সঙ্গে যোগাযোগ করছেন হতে পারে কোনো এয়ারক্রাফ্টের ঘটনা ঘটেছে যে কারণে এই শব্দ। তবে এখনো পর্যন্ত বায়ুসেনার এর তরফ থেকেও কিছু জানানো হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কর্ণাটকের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের (কেএসএনডিএমসি) বিজ্ঞানীরা জানিয়েছেন যে তারা তাদের বিভিন্ন সিস্টেমগুলি পরীক্ষা করে বোঝার চেষ্টা করছেন, এই শব্দের পিছনে কোনও প্রাকৃতিক কারণ রয়েছে কিনা।

https://twitter.com/powerful_in/status/1263038671642677252

এর আগে ২০১৮ সালেও বেঙ্গালুরুতে প্রায় এরকমই একটি শব্দ শোনা গিয়েছিল। ১৭ অগাস্ট তারিখে প্রথমে রাজেশ্বরী নগর এবং পরে দক্ষিণ বেঙ্গালুরুর অন্যান্য অঞ্চলেও এই শব্দের তীব্রতায় বুধবারের মতোই ঘরবাড়ি কেঁপে উঠেছিল। শেষ পর্যন্ত অবশ্য সেই শব্দের উত্‍স খুঁজে পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!