এখন পড়ছেন
হোম > রাজ্য > ব্যাপক সঙ্কট, রাজ্যে কমতে চলেছে সরকারি বাস! পরিষেবা নিয়ে বাড়ছে আশঙ্কা!

ব্যাপক সঙ্কট, রাজ্যে কমতে চলেছে সরকারি বাস! পরিষেবা নিয়ে বাড়ছে আশঙ্কা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতির সময় থেকেই সরকারি বাসগুলোর অবস্থা সংকটের মুখে পৌঁছতে শুরু করে। সঠিক ভাড়ার অভাব থেকে শুরু করে জ্বালানির খরচ, সব মিলিয়ে সমস্যার মুখে পড়ে যায় সরকারি পরিবহন ব্যবস্থা। তবুও সবকিছুকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা হয়েছে। তবে আর কতদিন! এবার পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে, ভবিষ্যতে এই সরকারি পরিবহন ক্ষেত্র পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

সূত্রের খবর, বর্তমানে সরকারি পরিবহন নিগমের বাসের ক্ষেত্রে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। মূলত, বাসের পরিচর্যা সহ একাধিক কাজের জন্য প্রচুর টাকা বকেয়া রয়েছে। এছাড়াও প্রতিনিয়ত জ্বালানির খরচ বাড়তে শুরু করেছে। তাই একদিকে বকেয়ার চাপ এবং অন্যদিকে রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে সরকারি পরিবহন ব্যবস্থা ধুঁকতে পারে বলে আশঙ্কা। এদিন এই প্রসঙ্গে পরিবহণ দফতরের এক কর্তা বলেন, “টাকার অভাবে পরিকাঠামো দিন দিন রুগ্ন হতে শুরু করেছে। যার কারণে পরিষেবার চাপ বাড়ছে।”

একাংশের মতে ইতিমধ্যেই বেশ কিছু সমস্যার কারনে একাধিক বেসরকারি বাস বসে গিয়েছে তবে এবার ধীরে ধীরে সরকারি পরিবহন এর ক্ষেত্রেও সেই সমস্যা তৈরি হতে পারে তবে দ্রুত যদি এই দিকে মনোযোগ দেওয়া যায়, তাহলে পরিস্থিতির পুনরুদ্ধার সম্ভব বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!