এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বেড়ে গেল করোনার বিধিনিষেধ, যথারীতি বন্ধ লোকাল ট্রেন পরিষেবা

বেড়ে গেল করোনার বিধিনিষেধ, যথারীতি বন্ধ লোকাল ট্রেন পরিষেবা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টআবারও বেড়ে গেল করোনার বিধিনিষেধ, পাশাপাশি এবারেও বন্ধ লোকাল ট্রেন চলাচল। করোনার দ্বিতীয় ঢেউ যখন ঊর্ধ্বমুখী, ঠিক সেইসময় রাজ্যে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন জারি করে দেন তড়িঘড়ি। পরবর্তীতে অবশ্য ধীরে ধীরে সেই বিধি-নিষেধ একটু একটু করে আলগা হয়েছে। এ মাসের 15 জুলাই পর্যন্ত লকডাউন বিধি নিষেধ জারি থাকার কথা ছিল। পাশাপাশি বিধিনিষেধ গত 1 লা জুলাই আলগা হওয়ার আগেই তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন, অফিস কাছারি 50% উপস্থিতিতে কাজ করবে।

সেই অনুযায়ী রাস্তায় অফিসযাত্রীদের ভিড় নামে এ মাসের শুরু থেকেই। কিন্তু সমস্যা তৈরি হয় এরপর। সরকারি পরিবহণ ব্যবস্থা কিছুটা ঠিক থাকলেও বেসরকারি পরিবহণ ব্যবস্থা একেবারে বন্ধ থাকতে দেখা যায়। কার্যত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাসভাড়া বাড়ানোর দাবীতে বেসরকারি বাস বন্ধ। এখনো পর্যন্ত বেসরকারি বাস সর্বক্ষেত্রে রাস্তায় নামেনি। তাই অগত্যা অফিস পৌঁছাতে অতিরিক্ত ভাড়া গুনে যেতে হচ্ছে অনেককেই। এই অবস্থায় সবার দাবি ছিল লোকাল ট্রেন চালানোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মনে করা হচ্ছিল, 15 ই জুলাই এর পর থেকে লোকাল ট্রেন হয়তো চলতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছিলেন, পরিস্থিতি বিচার করে লোকাল ট্রেন চালানো হবে। কিন্তু দেখা গেল, করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও মুখ্যমন্ত্রীর মাপকাঠিতে পরিস্থিতি এখনো ঠিক হয়নি। তাই আগামী 30 তারিখ অব্দি লকডাউনের বিধি নিষেধ যেমন জারি রইল, ঠিক সেভাবেই লোকাল ট্রেন চলাচল বন্ধ রইল। তবে জানা যাচ্ছে, মেট্রোরেল 50% যাত্রী নিয়ে যাতায়াত শুরু করবে। স্বাভাবিকভাবেই লোকাল ট্রেন এখনো বন্ধ থাকবে শুনে কার্যত হতাশ নিত্য অফিসযাত্রীরা।

করোনাকালে অতিরিক্ত টাকা খরচ করে অফিসে পৌঁছানো অত্যন্ত চাপ হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে বিরোধীরাও লোকাল ট্রেন চালানোর দাবিতে সরব হয়েছে। এই পরিস্থিতিতে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে লকডাউনের বিধি-নিষেধ বাড়ানোর পাশাপাশি লোকাল ট্রেন বন্ধ থাকার কথা বলা হয়েছে। যথারীতি এই নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। কবে থেকে লোকাল ট্রেন চলবে, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছেনা। কার্যত লোকাল ট্রেন চলার আশা এই মুহূর্তে জলাঞ্জলি দেওয়া ছাড়া আর কোন রাস্তা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!