এখন পড়ছেন
হোম > অন্যান্য > বার্গম্যানের জন্ম থেকে শুরু করে বিদ্যুৎ প্রবাহের আবিষ্কার,আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

বার্গম্যানের জন্ম থেকে শুরু করে বিদ্যুৎ প্রবাহের আবিষ্কার,আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ২৯শে আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৮৩১ সালে আজকের দিনে মাইকেল ফেরাডে বিদ্যুৎপ্রবাহ আবিষ্কার করেন।

২. ১৮৩৫ সালে আজকের দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়।

. ১৯৯১ সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।

 

৪. ১৯১৫ সালে আজকের দিনে সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান জন্মগ্রহণ করেন।

৫. ১৯৬০ সালে আজকের দিনে জর্ডানের প্রধানমন্ত্রী হাজ্জা মাজালি আততায়ীর হাতে নিহত হন।

৬. ১৯৫৬ সালে আজকের দিনে খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।

৭. ১৯০৪ সালে আজকের দিনে নোবেলজয়ী জার্মান চিকিৎসক ভারনার ফ্রোসমানের জন্ম হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৮. ১৮২৫ সালে আজকের দিনে পর্তুগাল স্বাধীন রাষ্ট্র হিসেবে ব্রাজিলকে স্বীকৃতি দেয়।

. ১৬১২ সালে আজকের দিনে ভারতের সুরাটের যুদ্ধে ইংরেজদের কাছে পর্তুগিজদের পরাজয় হয়।

১০. ১৮৪২ সালে আজকের দিনে আফিম যুদ্ধের অবসানে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!