এখন পড়ছেন
হোম > রাজনীতি > বেশ প্ল্যানমাফিক রাজ্যে পা দিচ্ছে মিম, তৃণমূল শিবিরে চওড়া হচ্ছে চিন্তার ভাঁজ

বেশ প্ল্যানমাফিক রাজ্যে পা দিচ্ছে মিম, তৃণমূল শিবিরে চওড়া হচ্ছে চিন্তার ভাঁজ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের অন্যতম শক্তি। কিন্তু এবার সেই ভোটব্যাংকে চিড় ধরাতে রাজ্যে হাজির মিম। আর তাই নিয়েই রীতিমতো আতঙ্কিত রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই মিমের পক্ষ থেকে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে এক দফা আলোচনা চালানো হয়েছে। কিন্তু এবার জানা যাচ্ছে, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বাংলার বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে একের পর এক মাষ্টার প্ল্যান তৈরি করছেন। ইতিমধ্যে এই রাজ্যে মিমের 5 বিধায়ক পর্যবেক্ষকরূপে উপস্থিত হতে চলেছেন বলে জানা যাচ্ছে। রীতিমতো আগ্রাসী ভূমিকা নিয়ে মিম এবার ভোটে লড়তে চলেছে বাংলায়।

পাশাপাশি আব্বাস সিদ্দিকী এবং আসাদউদ্দিন ওয়েইসি যদি জোট বাঁধে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে খুব একটা সুখকর হবেনা, সে কথা এক বাক্যে মেনে নিচ্ছেন রাজ্যের ভোট কারবারিরা। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে মিম যেভাবে এগোচ্ছে তাতে তৃণমূলের ভোট কেটে গেরুয়া শিবিরের সুবিধা যে অবশ্যই করবে সে কথা স্পষ্ট। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত সংখ্যালঘু ভোট ব্যাংক পুরোপুরি তৃণমূল শিবিরের দিকে ছিল। এবার মিম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি জোট বাঁধে, তাহলে এই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের ওপরই যে থাবা বসাবে, সেকথা বলাই বাহুল্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিহারে মিম মাত্র 19 টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল যার মধ্যে পাঁচটিতেই তাঁরা জয়লাভ করেছে। এক্ষেত্রে ভোট কাটাকাটির ফলে আরজেডি বিহার দখল করতে পারেনি। বাংলাতেও সেই একই সমীকরণ নিয়ে মিম আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলার পরিস্থিতি বুঝতে ইতিমধ্যেই বিহারের মিমের রাজ্য সভাপতি এবং বিধায়কদের এনে বাংলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যের শাসক দলকে এমনিতেই যথেষ্ট চাপে ফেলেছে গেরুয়া শিবির।

তারমধ্যে যেভাবে মিম একুশের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামার তোড়জোড় শুরু করেছে, তাতে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাংক কিন্তু যথেষ্ট চাপের মুখে। কারণ রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এবারের নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাংকে চির ধরবেই এবং এই চির যে ক্রমশ ফাটলে পরিণত হবে, সে কথা চোখ বন্ধ করেও বলা যায়। অতএব রাজ্যের মসনদ দখলে এই মুহূর্তে তৃণমূলের সামনে কিন্তু অনেকগুলি বাধা। তাই সব বাধা পেরিয়ে রাজ্যের মসনদ দখল কে করবে, সেই নিয়েই এখন টানটান উত্তেজনা বাংলার বুকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!