এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘পরাশোনা করেও ঘুরে বেড়াচ্ছে’ !মন্ত্রীর মন্তব্যে বিড়ম্বনায় মমতা !মাইলেজ পাচ্ছে বিরোধীরা!

‘পরাশোনা করেও ঘুরে বেড়াচ্ছে’ !মন্ত্রীর মন্তব্যে বিড়ম্বনায় মমতা !মাইলেজ পাচ্ছে বিরোধীরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি রাজ্যে বেকারত্ব ধীরে ধীরে বেড়ে চলেছে এমনটাই অভিযোগ তুলে শাসক দলের দিকে আঙুল তুলছে বিরোধী দলগুলি । চাকরির দাবিতে যেমন একদিকে চাকরিপ্রার্থীরা ক্রমাগত আন্দোলনে নামছে অপরদিকে বিরোধীরাও এই প্রতিবাদে চাকরিপ্রার্থীদের সঙ্গে শামিল হয়ে চরম চাপ বাড়াচ্ছে শাসকদলের। আরে এমত পরিস্থিতিতেই এদিন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পেতেই খোদ শাসক দলেরই হেভিওয়েট নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করে যার ফলে তিনি বিরোধীদের হাতিয়ার কে মজবুত করে দিলেন বলেই মত বিশেষজ্ঞদের । 

এদিন তিনি চাকরির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান এবার মাধ্যমিকের প্রচুর ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হওয়ার পরেই তারা শিক্ষিত বেকারের পরিণত হয়েছে । সূত্রের খবর এদিন শনিবার নেতাজি ইন্ডোরে শিক্ষামেলা থেকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন ‘এবারে মাধ্যমিক দিয়েছিল ১২ লক্ষ ছাত্রছাত্রী। পাশ করেছে ৮৬ শতাংশ। সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স পরাশোনা করেও ঘুরে বেড়াচ্ছে।’

আর এদিনের এই বক্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়ল বিজেপি । এদিনের বিজেপির হেভিওয়েট নেতা রাহুল সিনহা মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলে ‘মন্ত্রী রাজ্যের বাস্তব অবস্থার কথা বলেছেন। রাজ্যে যে কর্মসংস্থানের সুযোগ নেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী যতই সিঙ্গুরে দাঁড়িয়ে এই শিল্প আনব, ওই শিল্প আনব বলুন এ রাজ্যে কর্মসংস্কৃতিটাই লাটে উঠে গিয়েছে।’  সব মিলয়ে এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিয়ে যায় সে দিকে নজর সকলের ।  

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!