এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘বেসুরো’ রাজীব এর মান ভাঙাতে এবার বৈঠকে বসছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব!

‘বেসুরো’ রাজীব এর মান ভাঙাতে এবার বৈঠকে বসছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলে ক্রমশ বাড়ছে দলের বিরুদ্ধে ক্ষুব্দ নেতা, মন্ত্রী,বিধায়কের সংখ্যা। শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা আশঙ্কা আছে শাসকদল তৃণমূলের। এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের নেতৃত্বর একাংশের প্রতি তাঁর ক্ষোভের কথা বিভিন্ন অরাজনৈতিক সভায় তিনি জানিয়েছেন। সম্প্রতি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের বাণী ‘ যতো মত ততো পথ ‘ কে উদ্ধৃত করে দলের আশঙ্কা বাড়িয়ে দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আজ রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার একটি বাড়িতে বনমন্ত্রীর সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদের বৈঠকের কথা শোনা যাচ্ছে।

বেশ কিছুদিন আগে টালিগঞ্জের এক অরাজনৈতিক সভা থেকে দলের বিরুদ্ধে প্রথমবার তাঁর ক্ষোভ প্রকাশ করেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন যে, দলে স্তাবকতা না করলে কিছুই হয় না। এরপর কামারপুকুর ব্রাহ্মণদের এক সভাতে শ্রীরামকৃষ্ণের বাণী ‘ যত মত তত পথ’কে উদ্ধৃত করে এক বিশেষ ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানিয়েছিলেন যে, সাধারণ মানুষের হয়ে কাজ করতে গিয়ে যদি বাধা আসে, তবে অন্য অনেক পথ খোলা আছে।

বনমন্ত্রীর এই বক্তব্যের পর সরাসরি তাঁর নাম না নিয়েও তাঁকে আক্রমণ করেছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বিধায়ক উদয়ন গুহ তাঁর এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে, হয় জল, নয় জঙ্গল, আর না হলে বিজেপিতে জায়গা আছে তাঁর। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় যদি দল ছেড়ে দেন, তবে আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে যথেষ্ট সমস্যায় পড়বে শাসকদল তৃণমূল। তাই তাঁকে শান্ত করে দলে ধরে রাখার প্রচেষ্টা তৃণমূলের এবারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে, তাঁর ক্ষোভ দূর করে তাঁকে দলে ধরে রাখতে বিশেষ পরিকল্পনা দিল শাসকদল তৃণমূল। আলোচনার মাধ্যমে অশান্তি দূর করার চেষ্টায় এগিয়ে এলো দলের শীর্ষ নেতৃত্ব। আজ রবিবার দুপুরে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠক হতে চলেছে দক্ষিণ কলকাতার একটি বাড়িতে দলের শীর্ষ নেতৃত্বের।

তৃণমূল সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। উপস্থিত থাকতে পারেন ভোট কুশলী পিকে। প্রসঙ্গত, দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় থেকেই তাঁর দলবদলের জল্পনা চলছে। শুভেন্দু অধিকারীকে দলে ধরে রাখতে তাঁর সঙ্গে বৈঠক হয়েছিল দলের শীর্ষ নেতৃত্বের। যেখানে যোগদান করেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব ও পিকে। তবে বৈঠক সফল হয়েছিল, এমন দাবী করতে পারে না শাসকদল তৃণমূল। এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের শীর্ষের বৈঠক সফল হয় কিনা, সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!