এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুরে তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছেড়ে না দেবার সিদ্ধান্ত বিজেপির?নেওয়া হলো বড়সড় পরিকল্পনা

ভবানীপুরে তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছেড়ে না দেবার সিদ্ধান্ত বিজেপির?নেওয়া হলো বড়সড় পরিকল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভবানীপুর মুখ্যমন্ত্রীর খেলার মাঠ। তাই এখানে মুখ্যমন্ত্রীকে পরাস্ত করা সহজ যে হবে না, তা অস্বীকার করার কোন উপায় নেই। কিন্তু মুখ্যমন্ত্রীকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে নারাজ বিজেপি। ভবানীপুরে বড়োসড়ো লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তাই সেখানে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে একাধিক হেভিওয়েটকে। যাদের মধ্যে রয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, ও বিজেপি নেতা সঞ্জয় সিং।

এখানেই শেষ নয়, ভবানীপুরের ৮ টি ওয়ার্ডের পর্যবেক্ষণে থাকবেন একজন করে বিজেপি বিধায়ক। তবে এখনো পর্যন্ত ভবানীপুরে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ভবানীপুরের প্রার্থী হিসেবে একাধিক হেভিওয়েটের নাম উঠে এসেছে। তাঁরা হলেন তথাগত রায়, রুদ্রনীল ঘোষ, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায় প্রমুখরা। জানা যাচ্ছে, আগামী কালই ভবানীপুরের প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত করে ফেলতে পারে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর ভবানীপুরে মূল দায়িত্বে থাকবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিধানসভা নির্বাচনের সময় ভবানীপুরে ব্যাপক সন্ত্রাস চালিয়েছিল তৃণমূল। তাই এবার তৃণমূল আরো বেশি মরিয়া হয়ে উঠবে বলেই, মনে করছে বিজেপি। তাই ভবানীপুরের দায়িত্ব দেয়া হলো অর্জুন সিং এর মতো দাপুটে নেতাকে। আবার অনেকে মনে করছেন যে, ভবানীপুরে বহু সংখ্যক ভোটার রয়েছেন যারা অবাঙালি। তাদেরকে কাছে টানতেও অর্জুন সিং এর উপর দায়িত্ব দিয়েছে বিজেপি।

বিজেপির এই পদক্ষেপ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন যে, প্রার্থী পাওয়া যাচ্ছে না, কিন্তু পর্যবেক্ষক পাওয়া গেছে। এ যেন গরুর গাড়ির হেডলাইট। বিজেপি এমনই একটি দল, যেখানে তৎকাল বিজেপিকে পর্যবেক্ষক ঠিক করতে হচ্ছে। লোক হাসাতে এসব করছে বিজেপি। ভোটের ফল বেরোলেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। তবে বিজেপি সংসদ অর্জুন সিং জানিয়েছেন যে, ভবানীপুরে নন্দীগ্রামের পুনরাবৃত্তি ঘটবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!