মুখ্যমন্ত্রীকে এবার ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ নিলেন মুকুল রায় রাজ্য March 11, 2018 ত্রিপুরা সহ উত্তর-পূর্বের তিন রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশের পর শনিবার , সাংবাদিক বৈঠকের আয়োজন করলেন বিজেপি নেতা মুকুল রায় । বৈঠকের শুরু থেকে শেষ অবধি নানাভাবে বাংলার নেতা নেতৃত্ব ও রাজনীতি নিয়ে সমালোচনায় মুখর ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি একরকম আত্মবিশ্বাসী দাবি করেই মুকুল বাবু এদিন বললেন , “আজ বাংলায় ভোট হোক, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের সিটটা রাখতে পারেন তাহলে বলব উনি দলনেত্রী। যদি মানুষ ভোট দিতে পারে, কালকে ভবানীপুর সিটও রাখতে পারবেন না মমতা। মানুষ পাল্টে গিয়েছে। অর্থাত্, আগামিদিনে বাংলায় সঠিকভাবে ভোট হলে মানুষ বিজেপিকেই ভোট দেবে বলে মনে করেন তিনি।” বাংলার নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, বাংলায় মানুষ ভোট দিতে পারেনা কারণ সেখানে গণতন্ত্র নেই। এমনকি যে মুকুল রায়ের পরিচালনায় গত ২০১১ এবং ২০১৪ তে নির্বাচন হয়েছিলো সেই তিনি আজ তাঁর প্রাক্তন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস কে ভয় দেখিয়ে বললেন সেই সব নির্বাচনের সব গোপণ তথ্য তিনি সর্বসমক্ষে জানিয়ে দেবেন। একদা মুখ্যমন্ত্রী প্রিয় পাত্রী ও প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ কে নিয়ে বর্তমান পরিস্থিতিতে বাংলায় ঘণীভূত উত্তেজনা নিয়ে মুকুল বাবু বললেন , ” ভারতের একমাত্র রাজ্য হল পশ্চিমবঙ্গ, যেখানে গণতন্ত্র নেই। মমতার বিরুদ্ধে বললেই তার পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে আর মামলা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতী ঘোষকে ভয় পাচ্ছেন। ভারতীর কাছে অনেক গোপন মেসেজ আছে, যাতে তৃণমূলের মানি পাওয়ারের বিষয়ে উল্লেখ আছে।” আপনার মতামত জানান -