এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুরে কি হবে? ছোট্ট প্রতিক্রিয়ায় অবস্থান স্পষ্ট করলেন অভিষেক!

ভবানীপুরে কি হবে? ছোট্ট প্রতিক্রিয়ায় অবস্থান স্পষ্ট করলেন অভিষেক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। তবে নির্বাচন শেষে বিরোধীদের পক্ষ থেকে যেমন নানা অভিযোগ করা হয়েছে, ঠিক তেমনই শাসক দলের পক্ষ থেকে সেই অভিযোগ খণ্ডন করতেও দেখা গিয়েছে। কিন্তু তেমন ভাবে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সর্বভারতীয় সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। কিন্তু নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর ছোট্ট প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ভবানীপুর নিয়ে যে তাদের কোনো চিন্তা নেই, তা বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সূত্রের খবর, ভবানীপুরের নির্বাচনের দিন বিকেলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে মিত্র ইনস্টিটিউটে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নিজের ভোটদান পর্ব সম্পন্ন করার পর বাইরে বেরিয়ে এসে ছোট্ট প্রতিক্রিয়া জানান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট ভালো হয়েছে।” আর তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এই মন্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে যায় যে, ভবানীপুর নিয়ে তাঁরা যথেষ্ট চিন্তিত। এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং তাদের প্রার্থী আশাবাদী হলেও ভবানীপুর যে তাদের কাছে একেবারেই চিন্তার কারণ নয়, তা বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, প্রচারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে তৃণমূলের সমর্থন নেই বলে বারবার দাবি করেছে গেরুয়া শিবির। এমনকি নির্বাচনের দিনেও বিজেপি প্রার্থীর ময়দান জুড়ে দাপাদাপি সকলের নজর কেড়েছে। আর এই পরিস্থিতিতে নিজের ভোটদান পর্ব সম্পন্ন করে বেশ সন্তোষজনক ভূমিকাতেই দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!