এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুরে কত ভোটে জিতবেন মমতা? গননার মাঝেই বিস্ফোরক তথ্য!

ভবানীপুরে কত ভোটে জিতবেন মমতা? গননার মাঝেই বিস্ফোরক তথ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যজুড়ে টানটান উত্তেজনা। ভবানীপুর সহ আরও দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কি ফলাফল হবে, তার দিকে নজর রয়েছে সকলের। নিঃসন্দেহে এই ফলাফলের ভিত্তিতে রাজ্যের শাসন ক্ষমতা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু ভবিষ্যৎ রাজনীতির গতি-প্রকৃতির কথা মাথায় রেখে এই ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিজেপি তিন কেন্দ্রে জোরদার লড়াই দিয়েছে। কিন্তু ভোটপর্ব সম্পন্ন হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের মধ্যে সেই কনফিডেন্ট প্রায় নেই বললেই চলে বলেই জানাচ্ছেন একাংশ।

আর এই পরিস্থিতিতে সবথেকে বেশি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে সকলের নজর রয়েছে, সেই কেন্দ্র থেকে কত ভোটে জয়লাভ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই সকলের কাছে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই রাজনীতির বিশেষজ্ঞরা এই ব্যাপারে নানা কথা বলতে শুরু করেছেন। অনেকে বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে যত ভোটে লিড পেয়েছিলেন, তার থেকে অনেক বেশি ভোট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রথম রাউন্ডের ঘটনায় 3 হাজারের মতো ভোট পেয়ে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, তার জয়লাভ শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কত মার্জিন হবে? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার 50 হাজারের বেশি লিড নিয়ে জয়লাভ করবেন তৃণমূল নেত্রী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গোটা চিত্রটি পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!