এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুরে মমতার বিরুদ্ধে বামেদের প্রার্থী কে? একক লড়াইয়ে বাজিমাত করার পরিকল্পনা!

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বামেদের প্রার্থী কে? একক লড়াইয়ে বাজিমাত করার পরিকল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এই প্রথম রাজ্য বিধানসভায় একজন প্রতিনিধিও পাঠাতে পারেনি বামফ্রন্ট। অনেক আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 2016 সালে কংগ্রেসের সঙ্গে জোট করে কিছুটা হলেও তাদের মুখ রক্ষা হয়েছিল। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পাশাপাশি আব্বাস সিদ্দিকীর সংযুক্ত মোর্চার সঙ্গে জোট করে বামফ্রন্ট ভেবেছিল, এবার তারা ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, রাজ্য বিধানসভায় একজন প্রতিনিধিও পাঠাতে না পেরে রীতিমত হতাশ বাম শিবির।

আর এই পরিস্থিতিতে তাদের পরবর্তী রণকৌশল কী হবে, তা নিয়ে জল্পনা রয়েছে। তবে এবার আর কোনো জোট নয়, একা লড়াই করে উপনির্বাচন হওয়া ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে লড়াই করা মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চাইছে বামেরা। ইতিমধ্যেই দলের অন্দরে এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে বলে খবর।

বস্তুত, বৃদ্ধতন্ত্র থেকে বেরিয়ে বামেরা যাতে নতুন প্রজন্মের ওপর ভরসা রাখে, তার জন্য দীর্ঘদিন ধরেই দাবি উঠেছিল দলের অন্দরে। সেই মত করে এবারের বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও প্রার্থী তালিকায় চমকে এনেছিল বামফ্রন্ট। বেশিরভাগ আসনেই তরুণ প্রার্থীদের মুখ করে লড়াই দেওয়ার চেষ্টা করেছিল তারা। কিন্তু কোনো সাফল্য আসেনি। নন্দীগ্রামের মত গুরুত্বপূর্ণ আসনে বিজেপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছিল।

তবে সেই নন্দীগ্রামের শেষ পর্যন্ত জয়লাভ করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবেই পরাজিত হয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই সংবিধানের নিয়ম অনুযায়ী তাকে আগামী 6 মাসের মধ্যে জয়লাভ করতে হবে আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের কেন্দ্র ভবানীপুর থেকে জয়লাভ করা শোভন দেব চট্টোপাধ্যায় বিধায়ক পদে ইস্তফা দিয়ে সেই আসল তৃণমূল নেত্রীর জন্য ছেড়ে দিয়েছেন।

ইতিমধ্যেই একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার চেষ্টা যে বৃথা, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই। কিন্তু শেষ পর্যন্ত মাটি কামড়ে থেকে ভবানীপুরে তৃণমূলের বিজেপির বিরুদ্ধে লড়াই দেওয়া দাপুটে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চাইছে বামফ্রন্ট। পাশাপাশি এক্ষেত্রে কোনো রকম জোট না করে একা লড়াইয়ের উপর জোর দিতে চাইছে দলের একাংশ। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, লড়াইয়ের ময়দানে থেকে কোনো ভাবেই সরতে চাইছে না বামফ্রন্ট। বিধানসভা নির্বাচনে তারা প্রতিনিধি পাঠাতে না পারলেও, করোনা ভাইরাসের সময় রেড ভলেন্টিয়ার্সের মধ্য দিয়ে মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে তাদের। বিভিন্ন সময়ে বামেদের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারে নয়, তারা দরকারে আছে। আর এই পরিস্থিতিতে বিধানসভা উপনির্বাচন হওয়া ভবানীপুরে তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করে লড়াইয়ের রাস্তা থেকে সরে না আসার প্রমাণ দিতে চাইছে বাম শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!