ভবানীপুরকে নিয়ে কি কোন বিশেষ চমক দিতে চলেছে বিজেপি? হেভিওয়েট নেতার বক্তব্যে বাড়লো জল্পনা কংগ্রেস বিজেপি রাজনীতি রাজ্য January 19, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল নন্দীগ্রামের তেখালির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, নন্দীগ্রাম থেকে আগামী বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন। তবে বঞ্চিত করবেন না তিনি নিজের গড় ভবানীপুরকেও। সম্ভব হলে দুটি কেন্দ্র থেকেই লড়াই করবেন তিনি। এভাবে, নন্দীগ্রামকে নিয়ে মুখ্যমন্ত্রী এক বিশেষ চমক দিয়েছেন। নন্দীগ্রাম হলো শুভেন্দু অধিকারীর গড়, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর। এবারে ভবানীপুরকে নিয়ে বিজেপির কোন বিশেষ পরিকল্পনা আছে কি? এ সম্পর্কে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন, ” অপেক্ষা আছে চমকের, ধৈর্য্য ধরুন। ” গতকাল, নন্দীগ্রাম থেকে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে লড়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য জানালেন যে, নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী নির্বাচনের লড়বার ঘোষণা করেছেন। যা প্রমাণ করে যে, তিনি অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। তিনি প্রশ্ন করেন, কোন কোন জায়গা থেকে তৃণমূলকে রক্ষা করবেন মুখ্যমন্ত্রী? আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য প্রশ্ন করেছেন, ” নন্দীগ্রাম থেকে লড়বেন ? ডোমজুড় থেকে লড়বেন ? উত্তর হাওড়া থেকে লড়বেন ? আলিপুরদুয়ারে থেকে লড়বেন ? বীরভূম থেকে লড়বেন ? কাটোয়া থেকে লড়বেন ? কোথা থেকে নির্বাচন লড়বেন ? ” বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন, মুখ্যমন্ত্রীর এই তালিকা ক্রমশই লম্বা হতে থাকবে। তিনি জানালেন, নির্বাচনে পরাজিত করার কাজ হলো মানুষের। গণতন্ত্রে শেষ কথা বলে থাকেন মানুষ। তিনি জানান, অতীতে মুখ্যমন্ত্রী বলেছিলেন ২০১৬ সালে ২৯৪ টি কেন্দ্রে তিনিই প্রার্থী। তিনি যদি জানতেন, তাহলে এদের কাউকেই তিনি টিকিট দিতেন না। গত মাসে তিনি জানিয়েছিলেন যে, ২৯৪ টি কেন্দ্রের তিনিই পর্যবেক্ষক। বাইরের কোনো পর্যবেক্ষকের প্রয়োজন নেই তাঁর। এখন নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়াই করার কথা তিনি ঘোষণা করলেন। এরপরই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, তাঁরা শুধু এটুকুই জানাতে চান যে, ভবানীপুর কেন্দ্রের জন্য বিজেপির কোন এক বিশেষ চমক অপেক্ষা করে আছে। সকলকে একটু ধর্য্য ধরতে বললেন তিনি। একটু ধৈর্য ধরলে সামনে আসবে সবকিছু, জানালেন তিনি। তাঁর এই বক্তব্যে বাড়লো তীব্র জল্পনা রাজনীতি মহলে। এবার, মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরে বিজেপি কি চমক দিতে চলেছে? সে দিকেই দৃষ্টি সকলের। আপনার মতামত জানান -