এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভার্চুয়ালই ভবিষ্যৎ! একুশে বাজিমাতের লক্ষ্যে বিধানসভা ধরে ধরে বড়সড় পরিকল্পনা গেরুয়া শিবিরের

ভার্চুয়ালই ভবিষ্যৎ! একুশে বাজিমাতের লক্ষ্যে বিধানসভা ধরে ধরে বড়সড় পরিকল্পনা গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মসূচি বন্ধ রয়েছে। কিন্তু সম্প্রতি লকডাউন শিথিল হতে না হতেই দিল্লি থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার বিজেপি নেতা কর্মীদের কাছে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে বক্তব্য রেখে বিজেপি নেতা কর্মীদের আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতি লকডাউন কিছুটা শিথিল হলেও, সেভাবে রাজনৈতিক প্রচার, সমাবেশ করতে পারছে না কোনো রাজনৈতিক দল। তাই এবার সেই ভার্চুয়াল সিস্টেমের ওপর ভরসা রেখেই এগিয়ে চলতে চাইছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলা বিজেপির পক্ষ থেকে এবার বিধানসভা ভিত্তিক ভার্চুয়াল মিটিং করার পরিকল্পনা গ্রহণ করা হল। জানা গেছে, আগামী 28 জুন থেকে 12 জুলাইয়ের মধ্যে এই জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে এই ভার্চুয়াল মিটিং করা হবে। যে মিটিংয়ে অংশ নেবেন, মণ্ডল কমিটির 61 জন সদস্য এবং প্রতি বুথের দুইজন করে কার্যকর্তা। প্রসঙ্গত উল্লেখ্য, এই আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভার মধ্যে বর্তমানে শুধুমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির দখলে রয়েছে। এছাড়াও কালচিনি বিধানসভা কেন্দ্রে প্রথমে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও, সেখানকার বিধায়ক উইলসন চম্প্রমারি বেশ কিছুদিন আগে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।

সেদিক থেকে দুটি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে এবং বাকি তিনটি রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। কিছুদিনের মধ্যেই এই জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে সেই কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী প্রয়াত হয়েছেন। ফলে সেই জায়গায় পদ্মফুল ফোটাতে ইতিমধ্যেই রণকৌশল তৈরি করে দিয়েছে গেরুয়া শিবির। আর এমত পরিস্থিতিতে গোটা জেলায় আগামী বিধানসভা নির্বাচনে যাতে ভালো ফল হয়, তার জন্য এখন ঘরে বসে না থেকে ভার্চুয়াল সভাকে পাথেয় করে এগিয়ে যেতে চাইছে ভারতীয় জনতা পার্টি বলে মত ওয়াকিবহাল মহলের। কিন্তু কিভাবে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে! কি কি বিষয় সেই সভায় তুলে ধরা হবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “ভয়াবহ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাজ্যের শাসক দল সম্পূর্ণ ব্যর্থ। বিধানসভা ভিত্তিক ভার্চুয়াল মিটিংয়ে তা প্রচার করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত সহ অন্যান্য কর্মসূচিও প্রচার করা হবে। তৃণমূলের নির্দেশে প্রশাসন শহীদ শেষকৃত্য অনুষ্ঠানে আমাদের নেতাকর্মীদের কাছে ঘেঁষতে দেয়নি। ভার্চুয়াল মিটিংয়ে আমরা সেটাও তুলে ধরব।” কিন্তু লকডাউনের এই মুহূর্তে বিজেপি যেভাবে ভার্চুয়াল সভার মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করছে, তাতে কি চাপে পড়বে না তৃণমূল কংগ্রেস? এদিন এই প্রসঙ্গে বিজেপির সভাকে অতটা গুরুত্ব দিতে চায়নি শাসক দল।

এদিন এই ব্যাপারে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “বিজেপি নেতারা কি জানেন, রাজ্যের বকেয়া 54 হাজার কোটি টাকা এখনও দেয়নি কেন্দ্র! করোনা এবং ঝড়ের ক্ষয়ক্ষতি সামলাতে যখন লড়ছে বাংলা, তখন বিজেপির এই চক্রান্ত বাংলার মানুষ মানবে না। আর শহীদ জওয়ানের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যেতে কাউকে তো বাধা দেওয়া হয়নি।” বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করা হলেও, বর্তমান সময়ে ঘরে বসে না থেকে যেভাবে বিজেপি ভার্চুয়াল সিস্টেমকে হাতিয়ার করে ময়দানে নামতে শুরু করেছে, তাতে তারা এখন থেকেই যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তা কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে সকলের কাছে। ফলে বিজেপি বর্তমান সময়ে সময় নষ্ট না করলেও, তারা কতটা এই ভার্চুয়াল সিস্টেমকে হাতিয়ার করে সাফল্য নিয়ে আসতে পারে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!