এখন পড়ছেন
হোম > অন্যান্য > কিভাবে বিজেপি একবার ক্ষমতায় এলে ৩০-৩৫ বছর থেকে যাবে সেই রহস্য ‘ফাঁস’ করে দিলেন মুখ্যমন্ত্রী

কিভাবে বিজেপি একবার ক্ষমতায় এলে ৩০-৩৫ বছর থেকে যাবে সেই রহস্য ‘ফাঁস’ করে দিলেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- জীবনে যে কোনো কিছু ধরে রাখতে গেলে বা জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে চাই একটি আদর্শের। সেই আদর্শকে নিয়েই মানুষ জীবনে এগিয়ে যেতে সক্ষম হয়। তাই আদর্শ থাকা প্রয়োজন। আদর্শ ভুল হলে মানুষের কর্মেও ভুল লক্ষিত হয়। তবে সম্প্রতি বিজেপিকে আরও ৩০ ৩৫ বছর ক্ষমতায় রাখতে গেলে ঠিক কোন আদর্শের প্রয়োজন, সেই কথাই উঠে এসেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মুখে। আর সেই নিয়ে আপাতত বেশ শোরগোল পড়েছে বিরোধী দলের মধ্যে।

জানা গেছে, রাজ্যের ক্ষমতায় ঠিক থাকতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব স্বামী বিবেকানন্দের উপরেই আস্থা রাখছেন। সেই জন্যই বাড়িতে সর্বত্যাগী সন্ন্যাসীর ছবি রাখার পরামর্শ দিতে দেখা গেছে তাঁকে। শুধু তাই নয়, তাঁর বাণীও দরজায় লিখে রাখলে নাকি রাজ্যে বিজেপি সরকার ৩০ থেকে ৩৫ বছর ক্ষমতায় থাকবে বলেই দাবি করতে দেখা গেছে তাঁকে। আর তাই ত্রিপুরার মহিলা মোর্চার সদস্যদের বাড়ি বাড়ি ঘুরে তিনি স্বামীজীর ছবি বিলি করারও নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল আগরতলায় রাজ্য বিজেপির সদর দপ্তরে মহিলা মোর্চার একটি অনুষ্ঠান ছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বলতে শোনা গেছে যে, প্রত্যেক নাগরিকদের বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি পৌঁছে দিতে। এবং তা যেন অবশ্যই তাঁদের দরজায় ঝোলানো হয়, সেই বিষয়ে নজর রাখতে। এরপর স্বামীজীর প্রসঙ্গে বলতে গিয়ে তাঁকে বলতে শোনা যায় যে স্বামীজি কম কথা বলে কাজের প্রতি মনোনিবেশ করতেই উপদেশ দিয়ে গেছেন। তাই আমরা যদি অতিরিক্ত কথা বলি তাহলে আমাদের শক্তি অযথা নষ্ট হবে। তাই বেশি কথা বলে আমরা কখনই শক্তিকে নষ্ট হতে দেব না। বস্তুত কাজের প্রতিই মনোনিবেশ করলে সুফল মিলবে বলেই তাঁর মত।

শুধু তাই নয়, তাঁর কথায় ত্রিপুরার গ্রামে তিনি দেখেছেন কমিউনিস্ট নেতারা তাঁদের বাড়ির বৈঠকখানায় জ্যোতি বসু, জোসেফ স্ট্যালিন, মাও সে তুং এর ছবি রাখেন। নিজেদের বাড়ির দরজায় যেখানে ভগবানের ছবি রাখার জায়গায় ওই ছবি গুলি তাঁকে অবাক করেছে। তাই তাঁর মনে প্রশ্ন জেগেছে গত দু-আড়াই বছরে স্বামী বিবেকানন্দর ছবি কি আমরা আমাদের বাড়িতে ঝুলিয়েছি? তাই তাঁর মত, তাঁর দল, বিজেপি নিজেদের আদর্শ ও সংস্কাগুলি তখনই ধরে রাখতে পারবে যখন ত্রিপুরার ৮০ শতাংশ বাড়িতেই স্বামী বিবেকানন্দের ছবি ঝুলিয়ে রাখা হবে। এর ফলে এই সরকারও আরও ৩০ থেকে ৩৫ বছর ক্ষমতায় টিকে থাকবে বলেই মনে করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!