এখন পড়ছেন
হোম > জাতীয় > ভগবান বিষ্ণুর একাদশ অবতার হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনই বিস্ফোরক দাবি উঠলো

ভগবান বিষ্ণুর একাদশ অবতার হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনই বিস্ফোরক দাবি উঠলো


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত সংখ্যা নেহাত কম নয় সারা ভারতে। ভারতের বাইরেও কিন্তু মোদীর ভক্তসংখ্যা ছড়িয়ে আছে ব্যাপক মাত্রায়। কিন্তু তাই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষ্ণুর একাদশতম অবতার ভাবার দুঃসাহস এখনো পর্যন্ত তাঁর কোনো ভক্তই দেখায়নি। কিন্তু সে রকমই দুঃসাহস দেখিয়েছে একজন। না! সে কোন ব্যক্তিবিশেষ নয়, প্রযুক্তির হাত ধরে উঠে এসেছে বিষ্ণুর একাদশতম অবতারের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই নিয়ে শুরু হয়েছে তমুল আলোড়ন।

সাধারণত পুরাণ মতে ভগবান বিষ্ণুর দশটি অবতার এবং তাঁর একাদশতম অবতার কল্কি রূপ বলেই জানা যায়। কিন্তু কল্কিরূপের বাস্তব নরেন্দ্র মোদি কি করে হলেন, তা নিয়ে ধন্দে পড়েছেন সবাই। তবে জানা গেছে, এই ভুলটি হয়েছে প্রযুক্তিগত কারণে। গুগলে সম্প্রতি বিষ্ণুর একাদশ অবতার লিখে সার্চ করলে নাম আসছিল প্রধানমন্ত্রী মোদির। যদিও গুগল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রযুক্তিগত ত্রুটির কারণেই হয়েছে।

আসলে এ রকমই একটি ঘটনা ঘটেছিল সাম্প্রতিককালে। দেশজুড়ে যখন করোনা ভাইরাসের সংক্রমণ প্রবল আকার ধারণ করে, তখন জয়ন্ত পাটিল বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদির তীব্র সমালোচনা করেন। সে সময় তাঁকে পাল্টা জবাব দিতে গিয়ে মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র অবধূত ওয়াঘ বলেন, মোদি এবং বিজেপি সমালোচনা করার জন্য সাঙ্গলিতে করোনার পজিটিভ এর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। আর তারই পরিপ্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রী মোদিকে কল্কি অবতার বলে ব্যাখ্যা করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে সেসময় শোরগোল পড়ে যায়। আর গুগলের দাবি, সেই কারণেই গুগলের অ্যালগরিদম বিষ্ণুর দশ অবতার লিখলে প্রধানমন্ত্রী মোদির নাম দেখাচ্ছে। যদিও গুগলের পক্ষ থেকে এই ভুলটি শুধরে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। এর আগেও গুগলে ওয়ার্ল্ড স্টুপিড লিখে সার্চ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে উঠে এসেছিল। তখনো গুগল জানিয়েছিল, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এরকম ঘটেছে।

অন্যদিকে একাদশতম অবতার হিসেবে প্রধানমন্ত্রীর নাম উঠে আসায় যথারীতি গেরুয়া শিবির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাস্যস্পদ হয়ে ওঠেন বহু ক্ষেত্রে। তবে, গুগলের বারবার এই প্রযুক্তিগত ত্রুটি কিভাবে হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। তবে গুগল দায় সেরেছে প্রযুক্তির ঘাড়ে সমস্ত দায়ভার চাপিয়েই। তবে পুরো ঘটনাটা নিশ্চিতরূপে হাস্যকর রূপ যে ধারণ করেছে, সে ব্যাপারে নিশ্চিত সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!