এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভাইয়ের জন্যই কি চরম ‘বিপদে’ দিদি? আজই গ্রেপ্তার হতে পারেন CBI-এর হাতে? শুরু চূড়ান্ত জল্পনা

ভাইয়ের জন্যই কি চরম ‘বিপদে’ দিদি? আজই গ্রেপ্তার হতে পারেন CBI-এর হাতে? শুরু চূড়ান্ত জল্পনা


 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট– সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের এক চ্যাট সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যে চ্যাটে সৌভিককে মাদক কারবারীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। তবে সেই কথপোকথনে ‘ড্যাড’ বলে কাকে সম্বোধন করা হয়েছে, সেই নিয়েই রহস্য দানা বেঁধেছে। এই মাদক কারবারীদের সঙ্গে এত ঘন ঘন যোগাযোগ রাখাকেই সন্দেহের চোখে দেখছেন গোয়েন্দা আধিকারিকরা। এরই মধ্যে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার সূত্রে আপাতত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে সেই তালিকায় বোধ হয় জুড়তে চলেছে সবথেকে চর্চিত নামটি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে ড্রাগস কানেকশন যে আছে সেই নিয়ে অনেকদিন থেকেই তথ্য সংগ্রহ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই নিয়ে শুক্রবার প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালানো হয় রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী আর সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। এরপরই তাদের দুজনকেই নাকি পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। আর সেই সঙ্গে বাকি থাকা রিয়া চক্রবর্তীকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। কি হবে তাঁর? সেই নিয়ে চলছে টানাপোড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে এবার পালা নাকি রিয়া চক্রবর্তীর। সৌভিকের দেওয়া বয়ান অনুসারে রিয়া নাকি এখন বেশ বিপদের মধ্যেই রয়েছেন। সেই সঙ্গে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো নাকি এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠাবে। নেপথ্যে সেই ড্রাগ সংক্রান্ত চ্যাট। আর তাতেই নাকি বেশ সমস্যায় পড়েছেন সকলে। শোনা গেছে, পুলিশের কাছে নাকি স্যামুয়েল মিরান্ডা বলেছেন যে সৌভিকের কথায় নাকি তিনি ড্রাগ ড্রিলারের থেকে ড্রাগস নিয়েছিলেন। আবার সৌভিক জেরায় জানিয়েছে যে, সে রিয়ার কথায় স্যামুয়েলকে ড্রাগ আনার জন্য বলেছিল। এবার এই দুই কথোপকথনে রিয়া যে জড়িয়ে গেছে সেটা বলাই বাহুল্য।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সামনে আসে এক চ্যাটের ঘটনা। সেই হোয়াটসঅ্যাপ চ‍্যাটের ভিত্তিতেই রিয়া চক্রবর্তী ও অন‍্যান‍্যদের নারকোটিক্স টেস্ট করানো হবে বলে জানা গিয়েছিল। নারকোটিক্স কন্ট্রোল ব‍্যুরো ইতিমধ‍্যেই সেই বিষয়ে তদন্ত করে। তাই প্রমাণ দেখতে রিয়া ও তাঁর সঙ্গীদের রক্তের নমুনা পরীক্ষা করা হতে পারে বলে প্রথমে মনে করা হয়। আর এর জন্য তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট‍্যান্স আইন বা NDPC এর আওতায় ভারতীয় দন্ডবিধির ২০বি, ২৮ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে সেই সূত্রেই রিয়া ও তাঁর ভাই সৌভিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এছাড়া সিদ্ধার্থ পিঠানি, স্যামুয়েল মিরান্ডা এবং সুশান্তের দিদি মীতু সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই এই সমস্ত ঘটনার সূত্রপাত হয়। তবে সৌভিক চক্রবর্তী আর স্যামুয়েল মিরান্ডাকে আজ আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!