এখন পড়ছেন
হোম > রাজ্য > ভাইফোঁটাতেও ভাগ্য বদলাল না মুখ্যমন্ত্রীর সাধের মিষ্টি হাবের! বাড়ছে জল্পনা

ভাইফোঁটাতেও ভাগ্য বদলাল না মুখ্যমন্ত্রীর সাধের মিষ্টি হাবের! বাড়ছে জল্পনা


আগামীকাল ভাইফোঁটা। আর ভাই-বোনের এই মধুর সম্পর্কে মিষ্টির ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সেই ভাইফোঁটার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের উদ্যোগে তৈরি বর্ধমানের মিষ্টি হাবে এখন কার্যত জরাজীর্ণ দশা।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় এসেই গত 2017 সালের 7 ই এপ্রিল বর্ধমানের মিষ্টি হাবের উদ্বোধন করে রাজ্য সরকার। প্রবল জমিজট কাটিয়ে বামচাঁদাইপুর মৌজার রাজ্যের ক্ষুদ্র,ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় তৈরি এই মিষ্টি হবে প্রথম পর্যায়ে তৈরি 15 টি স্টল ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হলেও এখন সেখানে ঝাপ পড়ে গিয়েছে।

যার কারণ হিসেবে অনেকেই পরিকাঠামোগত ত্রুটিকেই বড় করে দেখছেন। এদিকে মুখ্যমন্ত্রী যখনই জেলা সফরে আসেন তখনই সেই মিষ্টির হাব ভালোই চলছে বলে কার্যত দায় এড়িয়ে যায় জেলা প্রশাসন বলে অভিযোগ অনেকের। অন্যদিকে আগের 15 টি বন্ধ স্টল খোলার ব্যাপারে উদ্যোগ না নিয়ে ফের নতুন করে 15 টি স্টল খোলার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

আর প্রশাসনের এহেন উদ্যোগে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যবসায়িক মহলেও। জানা গেছে, দ্বিতীয় পর্যায়ের এই 15 টি স্টল বিলির জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকলেও সেখানে উপযুক্ত সংখ্যক আবেদনই পাওয়া যায়নি‌। যার ফলে সেই টেন্ডারের সময়সীমাও বাধ্য হয়ে বাড়াতে হচ্ছে প্রশাসনকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু ভাতৃদ্বিতীয়া আগে বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিষ্টির হাব তৈরি হলেও তা বন্ধ হয়ে যাওয়ায় মনমরা অনেক উৎসবপ্রেমি মানুষই। এদিন এ প্রসঙ্গে ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রমোদ সিং বলেন, “অবিলম্বে এই মিষ্টি হাব খোলার জন্য প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু কবে খুলবে এই মিষ্টি হাব? এই প্রশ্নের উত্তরে বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “আগামী 12 ই নভেম্বর এই বিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এই মিষ্টি হাব আমরা খুলতে পারবো।” এখন জেলা প্রশাসনের এই আশ্বাসে ঠিক কবে খোলে বর্ধমান জেলার এই মিষ্টি হাব এখন সেদিকেই তাকিয়ে মিষ্টিপ্রেমীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!