“ভাইপোর কাছে যাতে কেউ না যায়…” দলীয় স্তরে মমতার বার্তা নিয়ে পাল্টা কটাক্ষ শুভেন্দুর! তৃণমূল রাজনীতি রাজ্য February 10, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে তৃণমূলের মধ্যে একটা ব্যাপক দড়ি টানাটানি চলছে বলেই মনে করছেন একাংশ। এক্ষেত্রে পিসি-ভাইপোর মধ্যে লড়াই শুরু হয়েছে বলেও দাবি করছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ বিধানসভায় তৃণমূলের বিধায়কদের নিয়ে একটি বৈঠকে তিনিই যে শেষ কথা বলবেন, তা আবারও স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই খবর পাওয়া যাচ্ছে। আর সেই বিষয়ে প্রশ্ন করতেই পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে দলের রাশ থাকা নিয়ে যে মন্তব্য, তা নিয়ে শুভেন্দু বাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এর কারণ যাতে কেউ ভাইপোর কাছে না যায়। যাতে কেউ প্যাক, প্যাক, প্যাকের কাছে না যায়।” অর্থাৎ শুভেন্দুবাবু এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, তৃণমূলের মধ্যে পিসি-ভাইপোর দ্বন্দ্ব চরমে উঠেছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -