এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘ভালো লাগতো যদি মুখ্যমন্ত্রী কামদুনির পরে পদযাত্রা করতেন’ মুখ্যমন্ত্রীর প্রতি বিজেপি নেতা

‘ভালো লাগতো যদি মুখ্যমন্ত্রী কামদুনির পরে পদযাত্রা করতেন’ মুখ্যমন্ত্রীর প্রতি বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরপ্রদেশের হাতরসে দলিত নির্যাতিতার গণধর্ষণের ঘটনায় সোচ্চার হয়ে উঠছে সারা দেশ। উত্তরপ্রদেশের যোগী সরকারকে অভিযুক্তের কাঠগড়ায় তুলে তার তীব্র নিন্দা করেছে, দেশের বিরোধী বর্গ। গতকাল শুক্রবার তৃণমূলের একটি বিশেষ প্রতিনিধি দল উত্তরপ্রদেশের হাতরাসে গণধর্ষিতা তরুণীর বাড়ি গিয়ে তার আত্মীয় পরিজনদের সমবেদনা জানাবার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে গণধর্ষিতার বাড়ির দেড় কিমি দূরেই তাদের আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। জোর করে গ্রামে প্রবেশের চেষ্টায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে এই প্রতিনিধি দলের। প্রতিনিধি দলের অন্যতম সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ধাক্কা লেগে মাটিতে পড়ে যান।

এবার উত্তরপ্রদেশের এই গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ শনিবার বিকেলে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে তৃণমূল। এই মিছিলে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশে পর্যন্ত পদযাত্রায় শামিল হয়ে প্রতিবাদ জানাতে চলেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদ মিছিলে যোগদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতি একাধিক প্রশ্ন ও সমালোচনা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় শামিল হওয়া প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু জানালেন যে, তিনি অত্যন্ত আনন্দিত হতেন, যদি মুখ্যমন্ত্রী কামদুনির ধর্ষণের ঘটনার পর এমন পদযাত্রার আয়োজন করতেন। কিংবা রাজগঞ্জের ঘটনার পরও যদি তিনি এমন পদযাত্রার আয়োজন করতেন। তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গে প্রতিদিন এমন ধরনের ধর্ষণের ঘটনা অহরহ ঘটে চলে, অথচ কোনো পুলিশ অফিসারকে এরজন্য সাসপেন্ড করা হয় না। কিন্তু উত্তর প্রদেশে এই ঘটনায় এসপিকে সাসপেন্ড করা হয়েছে বলে তিনি জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন যে, হলদিয়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মা ও মেয়েকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, এক সময় কামদুনির ধর্ষণের ঘটনাকেও ছোট ঘটনা বলে প্রচার করা হয়েছিল।

শাসক দল তৃণমূলকে অভিযুক্ত করে তাঁকে বলতে শোনা গেল, উত্তর প্রদেশের হাতরাসের এই ধর্ষণের ঘটনা নিয়ে যারা কুম্ভীরাশ্রু নিক্ষেপ করছেন তারা কামদুনি, রাজগঞ্জ, শিলিগুড়ি, বসিরহাট, বারাসাত, কাকদ্বীপের ঘটনার প্রতিবাদে যদি এমন পদযাত্রার আয়োজন করতেন, তাহলে তাদের এই কর্মকান্ডগুলোকে কেউ কখনো নাটক বলে মনে করত না। তাঁর অভিযোগ এই পদযাত্রার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্রেফ নাটক করছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!