এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাঙ্গন তীব্র তৃণমূলে, একের পর এক হেভি ওয়েটের দলত্যাগের হুঁশিয়ারি

ভাঙ্গন তীব্র তৃণমূলে, একের পর এক হেভি ওয়েটের দলত্যাগের হুঁশিয়ারি

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল দলে ভাঙ্গনের পালার সূচনা করেছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। এরপর তৃণমূল দল ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে দেবার পর থেকেই, দলের টালমাটাল পরিস্থিতি শুরু হলো। একের পর এক বিধায়ক, গুরুত্বপূর্ণ পদাধিকারী, হেভিওয়েট দল ছাড়তে শুরু করলেন, দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভের কারনে। ক্রমশ বাড়ছে দলত্যাগের হিড়িক।

তৃণমূল ছাড়ার তালিকা ক্রমশ দীর্ঘ হতে শুরু করেছে। কেউ চিঠি লিখে দলের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করছেন, কেউ বা ফেসবুক পোস্ট করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, সিউড়ির তৃণমূল বিধায়ক আশিস দে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে আজ মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল নেতার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে তাঁর ঘনিষ্ঠরা দল ছাড়তে শুরু করেছেন।

সম্প্রতি তৃণমূল ছেড়ে দিয়েছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। এবার তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূলের ভাঙ্গনের ছবি দেখা যাচ্ছে। বীরভূম জেলার সিউড়ি ১ ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি করম হোসেন খান তৃণমূল ছেড়ে দিয়েছেন। তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন দলকে। আবার, বেশকিছু জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও তৃণমূল ছেড়ে দিতে পারেন এমন কথা শোনা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূলের সংখ্যালঘু মুখ করম হোসেন খানের শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গেই বিজেপিতে যোগদানের জল্পনা বাড়ছে। শুভেন্দু অনুগামী তিনি। তিনি সিউড়ি ১ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ ছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, শুভেন্দু অধিকারী যে দলে যোগদান করবেন, তিনিও সেখানে যাবেন। তিনি আরো জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারীর অসংখ্য অনুগামীরা বীরভূমে রয়েছেন। যারা সকলেই দলত্যাগ করতে চলেছেন।

এদিকে গতকাল শুক্রবার মেদিনীপুর পুরসভার প্রাক্তন প্রশাসক প্রণব বসু তৃণমূল ছেড়ে দিলেন। তিনি ছিলেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি। তৃণমূলের বর্তমান জেলা সভাপতি অজিত মাইতির কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পুরসভার প্রাক্তন প্রশাসক প্রণব বসু।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মন্ডলকে বহিস্কার করেছে দল। তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন, এমন খবর দলের কাছে ছিল। এদিকে তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্ডা সিপিআই ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন, এমন কথা শোনা যাচ্ছে। এভাবেই ভাঙ্গনের খেলা চলছে তৃণমূলে। নির্বাচনের আগে যা বিধ্বস্ত করে দিচ্ছে তৃণমূল শিবিরকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!