এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যে জমি আন্দোলনের হাত ধরে মমতার উত্থান, বিধানসভার আগে তাই কি এবার ঘুম ওড়াবে? বাড়ছে জল্পনা

যে জমি আন্দোলনের হাত ধরে মমতার উত্থান, বিধানসভার আগে তাই কি এবার ঘুম ওড়াবে? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মনে পড়ে সেই ভাঙ্গড়ের জমি আন্দোলনের কথা? মমতা ব্যানার্জির উত্থান সেখান থেকেই। কিন্তু বিধানসভার ভোটের আগেই তৃণমূলের রক্তচাপ বাড়িয়ে এলো সামনে নতুন এক আশঙ্কা। ভাঙ্গড় আন্দোলনের সেই পাওয়ার গ্রিড প্রকল্পকে কেন্দ্র করে আবার মাঠে নেমে পড়েছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। রীতিমতো রাস্তায় নেমে আন্দোলন এবং গ্রিডের দরজায় তালা লাগানো শুরু হয়ে গেছে। এদিকে বারুইপুর পুলিশ এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর অনুযায়ী করোনার জন্য কমিটির নেতারা দমে নেই। ইতিমধ্যে তারা ভার্চুয়াল মিটিং করছেন। ওই মিটিং এই রাস্তায় নেমে আন্দোলন এবং গ্রিলের দরজার তালা লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে এইসব রেকর্ডিং গোয়েন্দাদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে। সূত্রের খবর তাদের কমিটির কিছু সদস্যরাই ওই ভয়েস রেকর্ডিং গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন।

দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের কাছে ইতিমধ্যে একটি চিঠি পৌঁছেছে যেখানে কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তী এলাকার উন্নয়ন ও ক্ষতিপূরণ নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া জানিয়েছেন। ওই চিঠিতে তিনি দাবি করেছেন কমিটির সাথে সরকারের চুক্তি যেভাবে চলার কথা ছিল কিছুদিন যাবত তা হচ্ছে না সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কার্যকর করা হচ্ছে না, চুক্তির অন্যান্য বিষয়ে বকেয়া রয়েছে। জমির মালিকদের যে ক্ষতিপূরণ দেয়ার কাজটি সবথেকে সহজ পদ্ধতিতে করা যায় সেটি করা হচ্ছে না। কমিটির নেতারা এই বিষয়ে অবগত করিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। বিডিও জানিয়েছেন কমিটির সাথে আলোচনা করা হয়েছে ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন কবে দেওয়া যেতে পারে সেটি 2 জুলাই তিনি জানিয়ে দেবেন তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বিষয়টি ছাড়াও আম পানের ফলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ এবং পঞ্চায়েতের অন্যান্য কাজ সম্পর্কে জমি কমিটির সাথে আলোচনা করেননি বিডিও। এছাড়াও অলীক বাবু অভিযোগ জানান যে স্থানীয় প্রশাসন দুর্নীতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছে না। তিনি দাবি জানান আম পানের ফলে সমস্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া পাওয়ার গ্রিড সমস্যা সমাধানের সময় সরকারের সাথে বেশ কয়েকটি উন্নয়নমূলক এবং ক্ষতিপূরণের চুক্তি ঘটেছিল তার কিছু অংশ এখনও রূপান্তরিত করা হয়নি অবিলম্বে তা রূপান্তরিত করতে হবে। এই প্রসঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কর্তা জানিয়েছেন গ্রিডের কাজ প্রায় সম্পূর্ণ, কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

তবে এই কাজ বন্ধ করার জন্য ওই কমিটি অশান্তি সৃষ্টির পরিস্থিতি তৈরি করতে চাইছে। এদিকে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক জানিয়েছেন ওই এলাকায় উন্নয়ন এবং ক্ষতিপূরণের বিষয়ে বেশ কয়েক দফার আলোচনায় ইতিমধ্যে হয়েছে কোন রকম সমস্যা থাকলে সেটি সমাধানের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে এডিজি আইজি ডিআইজি ও বারুইপুর থানার পুলিশ সুপারকে ওই আন্দোলনের বিষয়ে অবগত করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তাদের আশঙ্কা শনিবার সকাল থেকে পাওয়ার গ্রিড এর দরজার সামনে আন্দোলন করা হতে পারে। এই প্রসঙ্গে কমিটির নেতা অলীক বাবু কে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, “আন্দোলন শুরু হলে হয়তো অনেক কিছুই হতে পারে মানুষ বঞ্চিত এবং ক্ষুব্ধ হয়ে পড়েছেন আন্দোলন কোন পথে যাবে তা শুধুমাত্র সময়ই বলবে”।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!