এখন পড়ছেন
হোম > Uncategorized > ভাঙ্গনের কিনারায় দাঁড়িয়ে বিজেপি অকস্মাৎ তৃণমূল ভবনে পদার্পন আরএসএস ঘনিষ্ট বিধায়কের

ভাঙ্গনের কিনারায় দাঁড়িয়ে বিজেপি অকস্মাৎ তৃণমূল ভবনে পদার্পন আরএসএস ঘনিষ্ট বিধায়কের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বড়োসড়ো পরাজয়ের পর বঙ্গ বিজেপিতে ক্রমশ চলছে ভাঙ্গনের পালা। একের পর এক বিধায়ক দল ছাড়তে শুরু করেছেন, এমনকি দুবারের কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত দল ছাড়লেন। এবার ভাঙ্গনের সম্ভাবনা দেখা দিলো ত্রিপুরা রাজ্য বিজেপিতে। আরএসএস ঘনিষ্ঠ বিধায়ক হঠাৎ করেই পদার্পণ করলেন কলকাতার তৃণমূল ভবনে, দেখা করলেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে। এরপরেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা তীব্র হতে আরম্ভ করেছে।

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের আশানুরূপ সাফল্যের পর ত্রিপুরার দিকে হাত বাড়িয়েছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজেপির একাধিক বিধায়ক তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। বহু বিজেপির নেতা কর্মী যোগদান করেছেন তৃণমূলে। তবে তৃণমূলের এই সমস্ত দাবিকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে বিজেপির বিদ্রোহী বিধায়ক সুদীপ রায় বর্মন এর আদায়-কাঁচকলায় সম্পর্ক। আর সুদীপ রায় বর্মন এর অত্যন্ত ঘনিষ্ঠ হলেন সুরমার বিজেপি বিধায়ক আশিস দাস। অত্যন্ত ঘনিষ্ঠ যিনি আরএসএস-এর সঙ্গেও, আর এবার তাকেই দেখা গেল তৃণমূল ভবনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল তৃণমূল ভবনে দেখা যায় সুরমার বিজেপি বিধায়ক আশিস দাসকে। জানা যায়, গতকাল তৃণমূল নেতৃত্বের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এরপরেই তাঁর তৃণমূলে যোগদান করার জল্পনা তীব্র হতে শুরু করেছে। আবার গত কিছুদিন ধরেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কাঠগড়ায় তুলতে দেখা গেছে তাঁকে। অনেকটা যেন তৃণমূলের সুর শোনা গেছে তাঁর মুখে।

কিছুদিন আগে আশিস দাসকে বলতে শোনা যায় যে, ত্রিপুরার সিভিল সার্ভিস আধিকারিকদের সম্মেলনে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে ধরনের বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য আদালত অবমাননার সামিল। তিনি আরও বলেছিলেন, বলা হচ্ছে ত্রিপুরাতে আইনের শাসন আছে। কিন্তু তা দেখা যাচ্ছে না। ত্রিপুরাতে একেক জনের জন্য একেক রকমের আইন রয়েছে। যেটা বাস্তব তাকে স্বীকার করতেই হবে। তিনি কারও সঙ্গে পক্ষপাতিত্ব করছে না।

আর এখানেই তিনি থেমে থাকেননি। সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা এই সমস্ত কিছুর তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। এবার তাঁকেই তৃণমূল ভবনে দেখা গেল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তাঁর তৃণমূলে যোগদানের মাধ্যমে ত্রিপুরায় বিজেপির ভাঙ্গন শুরু হবার সম্ভাবনা আছে। আর সেটাই যদি হয়, তবে বড়োসড়ো বিপর্যয় অপেক্ষা করছে ত্রিপুরার বিজেপির জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!