এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভারতের আক্রমণের ভয়ে থরথর করে কাঁপলেও মাসুদ আজহার, হাফিজ সঈদদের মত জঙ্গিদের ‘যখের ধনের’ মত আগলাচ্ছে পাকিস্তান

ভারতের আক্রমণের ভয়ে থরথর করে কাঁপলেও মাসুদ আজহার, হাফিজ সঈদদের মত জঙ্গিদের ‘যখের ধনের’ মত আগলাচ্ছে পাকিস্তান


পুলওয়ামায় মর্মান্তিক জঙ্গী হামলা পর পাকিস্তানকে হাতে এবং ভাতে মারার মরিয়া চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার। সাম্প্রতিক কালের সবথেকে বড় হামলার খেতাব মিলেছে পুলওয়ামা জঙ্গী হামলার ঘটনাকে। কাপুরুষোচিত ভাবে হামলা চালিয়ে মোট ৪৯ জন সিআরপিএফ জওয়ানকে খুন করেছে পাকিস্তান,এমনটাই অভিযোগ। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গী সংগঠন জৈশ-ই-মহম্মদ।

আর এই গোষ্ঠীরই মাথা হল মাসুদ আজহার। এই গোষ্ঠীরই অন্যতম আরেকজন হাফিজ সইদ। যার নাম ২৬/১১ মুম্বাই হামলাী সঙ্গেও জড়িত। পাকিস্তান সেনা এদের বেশ কিছুদিন গা ঢাকা দেওয়ার পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক জঙ্গি খেতাব পাওয়া এই দুজন জঙ্গিকে লোকচক্ষুর আড়ালেই রাখতে চাইছে পাক সরকার। এমনটাই গোপন সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত,বিশ্ব ভালোবাসা দিবসের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জঙ্গী হামলা হিংসার এক মর্মান্তিক ছবি তুলে ধরল। আত্মঘাতী বোমা বিষ্ফোরণে ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। অভিযোগ ওঠে জৈশ-মহম্মদ জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে। ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টের দাবী,পাকিস্তানের সেনারা আরডিএক্স বিস্ফোরক বোঝাই করে একটি বাস রাওয়ালপিন্ডিতে জৈশ জঙ্গিদের হাতে তুলে দেয়।

এই জঙ্গী হামলায় সেটাই ব্যবহৃত হয়েছিল। এবার ভারত সরকার যদি পাল্টা আক্রমণ করে তাহলে চাপে পড়ে যাবে পাকিস্তান,এমনটাই ভয় তাদের। আর সেজন্যে দুই শীর্ষ জঙ্গি নেতাকে আপাতত অন্তরালে থাকার পরামর্শ দিয়েছে পাক সেনা,এমনটাই সূত্রের খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রেক্ষিতে পাক সেনাদের ভয়ের কারণটাও প্রকাশ্যে এসেছে। আসলে পুলওয়ামা হামলার ৪৮ ঘন্টার মধ্যে তিনজম জৈশ জঙ্গিকে বহিষ্কার করেছে সেনাবাহিনী। শুধু তাই নয়,মূলচক্রী কামরান এবং আবদুল রশিদ গাজিকেও খতম করা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশগুলোও ভারতকে সমর্থন করেছে৷ এই অবস্থায় ওই দুই শীর্ষ জঙ্গির কিছুদিন আত্মগোপন করাটাই শ্রেয় বলে মনে করছে পাক সেনারা,এমনটাই খবর।

উল্লেখ্য,মুম্বাই হামলা হোক বা উরি সবক্ষেত্রেই সন্ত্রাসবাদ জনিত কারণে নাম উঠে এসেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের। আর প্রত্যেকবারই ভারত সরকার পাকিস্তানের হাতে উপযুক্ত প্রমাণ তুলে দিয়েছে। আন্তর্জাতিক মহলেও পেশ করেছে যথাযোগ্য প্রমাণ। আর প্রত্যেকবারই জঙ্গি হামলায় পাকিস্তান নিজেদের দায় অস্বীকার করেছে।

আর গোপনে সন্ত্রাসবাদী জঙ্গী সংগঠনকে আশকরা দিয়ে গিয়েছে। পুলওয়ামার ক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবারও সেই একই সুর শোনা গেল পাক প্রধানমন্ত্রীর গলায়। পুলওয়ামা জঙ্গী হামলার দায় অস্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!