এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার ভারত ভাগের দাবি, তুলকালাম জাতীয় রাজনীতিতে

আবার ভারত ভাগের দাবি, তুলকালাম জাতীয় রাজনীতিতে

এনডিএ টিডিপি ছাড়ার পরই দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে নিয়ে আলাদা দেশ গোড়ার দাবি জানালেন টিডিপির সাংসদ এম মুরলীমোহন। এর আগেও এমন দাবিতে সোচ্চার হন টিডিপি ও এনডিএ। এবার এনডিএ টিডিপির সঙ্গে ছাড়ার পুরোনো দাবি নিয়ে আবার নতুন শোরগোল তৈরী করলেন মুরলীমোহন। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগের সাথে জানান,” দক্ষিণ ভারতকে অবহেলা করা হচ্ছে। দক্ষিণের পাঁচ রাজ্যকে বাধ্য করবেন না আলাদা দেশ তৈরি করতে।” এদিন টিডিপির মন্ত্রী বলেন,” দক্ষিণ ভারত সবচেয়ে বেশি আয়কর দেয়। তাহলে কেন্দ্র কেন সবসময় সত্‍ মায়ের মতো আচরণ করবে? যদি কেন্দ্রের মানসিকতার বদল না হয় তাহলে সমস্ত দক্ষিণ ভারতীয় রাজ্যগুলি এক হয়ে আলাদা দেশ গড়ার কাজে হাত লাগাবে।” বিভিন্ন বিশিষ্ট নেতাদের মতে, দক্ষিণ ভারত ভারতের রক্ষণশীল অংশ হলেও বারংবার নিজেদের ভারতের থেকে আলাদা অংশ মনে করার মানসিকতা ফুটে উঠেছে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!