এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ

দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ


প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি ভবন থেকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন উপাধি ঘোষণা করা হল। এবছর এই পুরস্কার পাচ্ছেন মোট তিনজন। এরমধ্যে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও বাংলার ভূমিপুত্র প্রণব মুখোপাধ্যায়। এছাড়াও মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে শিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখকে। নানাজি দেশমুখ একসময়কার ভারতীয় জনসঙ্ঘ নেতাও ছিলেন।

দেশের ৭০ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গতকাল সন্ধ্যেই রাষ্ট্রপতি ভবন থেকে এই ঘোষণা করা হয়েছে। দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পাওয়ার জন্য রীতিমত গর্ববোধ করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভারতরত্ন পাওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, প্রণব মুখার্জি আমাদের সময়ের একজন অসাধারণ রাষ্ট্রনেতা। বহু দশক ধরে তিনি অক্লান্ত ও নিঃস্বার্থভাবে জাতির সেবা করেছেন। দেশের প্রগতিতে একটা জোরালো ছাপ রেখেছেন তিনি। তাঁর প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা অতুলনীয়। তাঁকে ভাররত্ন দেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত।

অন্যদিকে মরণোত্তর ভারতরত্ন পাওয়া শিল্পী ভূপেন হাজারিকা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ট্যুইটারে লেখেন, বহু প্রজন্ম ধরে মানুষ ভূপেন হাজারিকার গান ও সঙ্গীত উপভোগ করেছেন। তাঁর সঙ্গীতের মধ্যে রয়েছে ন্যায়বিচার, সমন্বয় ও ভ্রাতৃত্বের বাণী। বিশ্বজুড়ে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্যকে তিনি জনপ্রিয় করেছেন।

ভূপেনদাকে ভারতরত্ন দেওয়ায় আমি খুশি। পাশাপাশি মরণোত্তর ভারতরত্ন পাওয়া সমাজকর্মী নানাজি দেশমুখ সম্পর্কে প্রধামন্ত্রীর প্রতিক্রিয়া, গ্রামের উন্নয়নে নানাজি দেশমুখের অবদান গ্রামীণ মানুষের ক্ষমতায়নে এক নতুন পথ দেখিয়েছে। বিনয়, গরিবদের প্রতি মমতা ও সেবার প্রতীক তিনি। প্রকৃত অর্থেই তিনি একজন ভারতরত্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!