এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভারত সরকারের নতুন দায়িত্ব নিয়ে বড়সড় মন্তব্য দিলীপ ঘোষের, শুরু হয়ে গেছে তীব্র বিতর্ক

ভারত সরকারের নতুন দায়িত্ব নিয়ে বড়সড় মন্তব্য দিলীপ ঘোষের, শুরু হয়ে গেছে তীব্র বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিরোধীরা যখন মোদি সরকারকে বিভিন্ন বিষয়ে তুলোধোনা করছে, তখন মোদি সরকারের মুকুটে একটি নতুন পালক সংযোজন হল। রাজ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের ফেসবুক পেজ ও বিজেপির একটি গ্রুপের পেজে এই তথ্য শেয়ার করা হয়েছে। তাঁদের তরফ থেকে বলা হয়েছে, ভারত এবার প্রথমবার রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করতে চলেছে। কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থাপনায় এবং সভাপতিত্বে এই কাজ হচ্ছে বলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নিজেও দেশবাসী হিসেবে অত্যন্ত গর্বিত হয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক।

কার্যত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করার বিষয়টি স্বাভাবিকভাবে গর্বের বিষয়। কিন্তু প্রথমবার নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই কাজ হচ্ছে কিনা, তা অনুসন্ধান করতেই বেরিয়ে পড়ে আসল সত্য। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, এটাই প্রথমবার নয় যখন ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করতে চলেছে। কার্যত এর আগে বহুবার ভারত সভাপতিত্ব করেছে রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে। 2021 এ অষ্টম বার ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতির আসনে থাকবে বলে জানা যাচ্ছে। রাষ্ট্রপুঞ্জের অস্থায়ী সদস্য হিসেবে ভারত থাকছে এবং দুই বছরের জন্য অর্থাৎ 2023 পর্যন্ত ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সংবাদমাধ্যমের প্রকাশ পেয়েছে এর আগে ভারত কোন কোন বছরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেছে। সূত্রের খবর, 1950 সালের জুন মাসে প্রথমবার ভাড়ত নিরাপত্তা পরিষদের সভাপতিত্ত্ব করে। এরপর 1967 সালের সেপ্টেম্বরে আবারও এই সম্মান পায় ভারত। পরবর্তীতে 1972 সালের ডিসেম্বরে, 1977 সালের অক্টোবর মাসে, 1985 এর ফেব্রুয়ারীতে, 1991 এর অক্টোবরে, 1992 এর ডিসেম্বরে, 2011 এর আগস্ট ও 2012 নভেম্বরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেছে ভারত।

আরও একবার সেই সুযোগ পেয়েছে ভারত প্রধানমন্ত্রী মোদীর কার্যকালে। কার্যত দেখা যাচ্ছে, দিলীপ ঘোষ যে দাবি করেছে অর্থাৎ প্রথমবার ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দায়িত্ব নিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে তা কিন্তু পুরোপুরি বিভ্রান্তিকর। স্বাভাবিকভাবেই সত্য প্রকাশ্যে আসার পর অস্বস্তিতে গেরুয়া শিবির। কার্যত বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সত্য প্রকাশ্যে এসেছে তবে সত্য প্রকাশ্যে আসার পর দিলীপ ঘোষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!