এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ভারত শ্রীলঙ্কা হবে না” মমতার দাবি নিয়ে বিস্ফোরক অশোক!

“ভারত শ্রীলঙ্কা হবে না” মমতার দাবি নিয়ে বিস্ফোরক অশোক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে শ্রীলঙ্কাতে ভয়াবহ অবস্থা। আর সেই পরিস্থিতির কথা তুলে ধরে আগামীদিনে ভারতবর্ষেও এই রকম অবস্থা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বাংলা শ্রীলঙ্কার মত হতে পারে বলে জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।আর এই বিষয় নিয়ে যখন দু’পক্ষের মধ্যে তরজা শুরু হয়েছে, ঠিক তখনই দুজনের কথাকে উড়িয়ে দিয়ে ভারতবর্ষ যে শ্রীলঙ্কার মতো হবে না, তা স্পষ্ট করে দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। যেখানে কার্যত অর্থনীতিবিদের মত তথ্য পরিসংখ্যান দিয়ে নিজের যুক্তি তুলে ধরলেন তিনি।

সূত্রের খবর, এদিন বিজেপি রাজ্য দপ্তরে একটি সাংবাদিক বৈঠক করেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিশিষ্ট অর্থনীতিবিদ বলেন, “এই মুহূর্তে ভারতের বৈদেশিক মুদ্রার অভাব নেই। তাই ভারত কোনঝভাবেই শ্রীলঙ্কা হবে না। যেহেতু বিষয়টি বৈদেশিক মুদ্রা নির্ভর, তাই কোনো রাজ্যে এই অবস্থা হওয়ার কথা নয়। মুখ্যমন্ত্রী আকাশ-পাতাল দাবি করছেন। তার বাস্তব ভিত্তি থাকতে হয়। কেন্দ্রীয় সরকারের একটা হিসেব থাকে। তার উপরই নির্ভর করে রাজস্বের অংশ হিসেবে কোন রাজ্যকে কত টাকা দেবে, তা ঠিক করে অর্থ কমিশন। কিন্তু সেই পরিমাণ রাজস্ব আদায় না হলে কোথা থেকে টাকা দেবে!”

বিশেষজ্ঞদের মতে, এই কথা বলে অশোক লাহিড়ী ভারতে শ্রীলংকার পরিস্থিতি তৈরি হবে বলে যে মন্তব্য আসছে, তাকে কার্যত উড়িয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, ভারতে এই রকম কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!