এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতে টিকাকরণের জন্য জরুরি অনুমতি চাইল আমেরিকার ফার্মা কোম্পানি ফাইজার

ভারতে টিকাকরণের জন্য জরুরি অনুমতি চাইল আমেরিকার ফার্মা কোম্পানি ফাইজার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার ভ্যাকসিনের অপেক্ষায় দিন গুনছেন ভারতবাসী তথা বিশ্ববাসী। এই পরিস্থিতিতে দেশে টিকাকরনের জন্য অনুমতি চাইলো আমেরিকার ফার্মা কম্পানি ফাইজার । সংবাদসংস্থা পিটিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে, গত ৪ ঠা ডিসেম্বর ড্র্যাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই এর কাছে টিকাকারণের অনুমতি চেয়েছে ফাইজার কোম্পানি। যেখানে জানানো হয়েছে যে, দেশে ভ্যাকসিনের আমদানি ও বিক্রি করতে ইচ্ছুক ফাইজার। আবার ২০১৯ সালের নিউ ড্রাগস এন্ড ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় ভারত বাসীর উপরে করোণা ভ্যাকসিনের ট্রায়াল দিতে তারা ইচ্ছুক। এজন্যই তারা জরুরি অনুমতি চেয়েছে ড্র্যাগ কন্ট্রোলার জেনারেলের কাছে।

প্রসঙ্গত, ব্রিটেন ও বাহারিন আমেরিকান ফার্মা কম্পানি ফাইজারকে সেদেশে টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে। এবার, তারা অনুমতি চাইল ভারতের কাছে। এই প্রথম কোন কোম্পানি দেশের কাছে টিকাকরণের অনুমতি চাইল। পাশ্চাত্যের দেশগুলির মধ্যে ব্রিটেন প্রথম সেদেশ টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে ফাইজারকে। ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন সেদেশে ব্যবহার করার অনুমতি দিয়েছে ব্রিটেন।

আমেরিকান ফার্মা কম্পানি ফাইজারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের তৈরি টিকায় কাজ হচ্ছে ৯০ শতাংশ। তবে ভারতে কোন টিকার অনুমতি নিতে গেলে তার আগে তার ট্রায়াল আবশ্যিক। তবে, ফাইজার এ ধরনের কোন ট্রায়াল এখনো পর্যন্ত করেনি। তবে, ভারতে ড্রাগ কন্ট্রোলার জেনারেল প্রয়োজন মনে করলে, স্থানীয়ভাবে কোন টিকাকে ট্রায়াল ছাড়াও ব্যবহারের অনুমতি দিতে পারে। অন্যদিকে, বৃটেন এই টিকাকে ব্যবহারের অনুমতি দেবার পর, ফাইজারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারত সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত আছে তারা।

আপনার মতামত জানান -

এদিকে, গত ৪ ঠা ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে, দেশে তিনটি ভ্যাকসিন সম্প্রতি চূড়ান্ত পর্যায়ে আছে। কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। এইসব সংস্থার সঙ্গে যুথবদ্ধ হয়ে কাজ করছে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে প্রধানমন্ত্রী সেদিন পরিষ্কারভাবে কোন সংস্থার টিকার নাম করেননি। তবে প্রধানমন্ত্রীর ঘোষণায় আশা বাড়ছে সকলের।

প্রসঙ্গত দেশে করোনার সংক্রমণ এখনও যথেষ্ট তীব্র। সম্প্রতি দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। দেশে দৈনিক করোনার সংক্রমণ কিছুটা হলেও, এখনও প্রতিদিন ৩৫ হাজারের মতো মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই যতদিন পর্যন্ত করোনার ভ্যাকসিন হাতে না আসবে, ততদিন এই সংক্রমণ রোধ করা প্রায় অসম্ভব বলেই বিশেষজ্ঞরা দাবি করেছেন। এবার ফাইজারের করোনার টিকাকারণের জন্য আবেদন ড্র্যাগ কন্ট্রোলার জেনারেলের পক্ষ থেকে অনুমোদন দেয়া হয় কিনা? সেদিকে দৃষ্টি সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!