ভারতের পর এবার ডেল্টার চোখ রাঙ্গানি ইউরোপে, ব্যাপক সংক্রমনে বেহাল চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক শরীর-স্বাস্থ্য July 5, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য মূলত দায়ী করোনার ডেল্টা ভেরিয়েন্ট। ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে বারবার সতর্ক করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। এখন ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে। যার ফলে সংক্রমণ বাড়তে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশে। এই অবস্থায় ইউরোপের দেশগুলিতে দ্রুত ভ্যাক্সিন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু যে হারে শুরু করেছে সংক্রমণ, তাতে স্বাস্থ্য পরিষেবা দিতেই হিমশিম খেতে হচ্ছে একাধিক দেশকে। নতুন করে ডেল্টার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিপদ বাড়ছে ইউরোপের বহু দেশে। যেমন পর্তুগালে গত মে মাসে দেশের মোট করোনা আক্রান্তদের মধ্যে মাত্র ৪ % ডেল্টা ভেরিয়েন্ট আক্রান্ত ছিলেন। কিন্তু জুন মাসে এই সংখ্যা অনেকটা বেড়েছে। দেখা যাচ্ছে তা ৪৬ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। ডেল্টা স্টেনের সংক্রমণ বৃদ্ধিতে পর্তুগালে ব্যাপকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পর্তুগালকে। এমন অবস্থা রয়েছে ইতালি, স্পেনের মতো বহু দেশেও। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - করোনার সবথেকে ভয়ঙ্কর ভেরিয়েন্ট হয়ে উঠছে ডেল্টা। এখনো পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি করোনার যে ভেরিয়েন্ট পাওয়া গেছে, তা হলো আলফা। আলফা ভেরিয়েন্ট পাওয়া গেছে পৃথিবীর ১৭০ টি দেশে, এরপর রয়েছে বিটা ভেরিয়েন্ট, যা এখনো পর্যন্ত পৃথিবীর ১১৭ টি দেশে পাওয়া গেছে। তবে, অল্প সময়ের মধ্যেই ভয়ঙ্কর হয়ে উঠছে ডেল্টা ভেরিয়েন্ট। এ বিষয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেল্টার হাত থেকে দেশকে রক্ষা করতে ইউরোপের বিভিন্ন দেশ দ্রুত টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, সম্প্রতি দেশগুলিতে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে চিকিৎসা পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। এই পরিস্থিতিতে টিকা করন প্রক্রিয়া অনেক ক্ষেত্রে ব্যাহত হয়ে পড়ছে। কারণ হাসপাতালে ভিড় বাড়ছে করোনা রোগীদের। আপনার মতামত জানান -