নির্বাচনী প্রচারে গিয়ে ‘মুখ্যমন্ত্রীর মেয়ে’ তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষকে নিয়ে মন্তব্য করলেন দেব মেদিনীপুর রাজ্য March 21, 2019 লোকসভার দিনক্ষণ ঘোষণার পর তৃণমূল সহ সিপিএম,কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়ে গেলেও এখনো বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের কোনো নামগন্ধ নেই। তবে রাজ্যে সবথেকে শক্তিশালী প্রতিপক্ষ তৃণমূলকে টেক্কা দিতে গেলে বিজেপির প্রার্থী তালিকায় বেশ কিছু চমক থাকা জরুরি বলেই মনে করছেন অভিজ্ঞমহল। দলের হেভিওয়েট নেতৃত্বদের পাশাপাশি তৃণমূলের মতো সেলিব্রিটিদেরও ভোটের ময়দানে নামানোর পরিকল্পনা রয়েছে দিলীপ ঘোষেদের। শুধু তাই নয়,বিরোধী দল থেকে আসা সৌমিত্র খাঁন,অর্জুন সিং এবং খগেন মুর্মুদের মতো দক্ষ সংগঠকদেরও প্রার্থী করার ছক কষছে বিজেপি। এই সূত্র ধরেই ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হিসাবে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের দাঁড়ানোর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। দিন কয়েক ধরে ভারতী ঘোষের বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানো নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য,চলতি বছরের গোড়ার দিকেই শাসক দলকে অস্বস্তিতে ফেলে একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ভারতী ঘোষ বিজেপিতে যোগ দিলেন। দলবদল করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি। এবার সেই দাপুটে প্রাক্তন আইপিএসকেই ভোটের প্রার্থী করতে চাইছে বিজেপি,এমনটাই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ওদিকে,গত লোকসভা ভোটের মতো এবারও ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। নিজের হাজার ব্যস্ততার ফাঁকে মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেলতে পারেননি তিনি। গত লোকসভা ভোটে ঘাটাল থেকে তৃণমূলের টিকিটো জিতেছিলেন দেব। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - দলনেত্রীর বিশ্বাস,এবার পশ্চিম মেদিনীপুরের এই কেন্দ্র থেকে তৃণমূলকে জয় এনে দেবেন দেব। আর তাই দেবের মতো একজন জনপ্রিয় তারকা প্রার্থী বিরুদ্ধে লড়াই ময়দানে ভারতী ঘোষকে নামাতে চাইছে বিজেপি। কারণ একসময়ের পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হওয়ায় এলাকায় ভালোই দাপট ছিল তাঁর। সেই দাপটকে কাজে লাগিয়েই ঘাটালের আসনে জয় লাভ করতে চাইছে বিজেপি,এমনটাই অভিমত বিশ্লেষকদের। ঘাটালে প্রচারে এসে অরবিন্দ স্টেডিয়ামে সাতটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করলেন দেব। কর্মী সভায় তৃণমূল সভাপতি অজিত মাইতি, রাজ্যসভার সাংসদ তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রাথী মানস ভুঁইয়া, মন্ত্রী সৌমেন মহাপাত্র-সহ জেলা তৃণমূলের হেভিওয়েট নেতাদের উজ্জ্বল উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। কর্মীসভার শেষে ঘাটালে বিজেপির টিকিটে ভারতী ঘোষের দাঁড়ানোর জল্পনা নিয়ে দেবকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন,”ঘাটালের সাংসদ হিসেবে ভারতী ঘোষকে তিন বছর পেয়েছি। প্রথমদিন থেকেই ভারতীদির সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। অন্য দল থেকে দাঁড়ালেও তাঁর প্রতি আমার শুভেচ্ছা রইল। কিন্তু, মানুষের কাছে ভোট পাওয়ার লড়াইটা আলাদা।” অর্থাৎ মতাদর্শগত বিরোধ থাকলেও ভারতী ঘোষের সঙ্গে তাঁর যে কোনো ব্যক্তিগত অন্তর্ঘাত নেই সেটাই বুঝিয়ে দিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী। সম্প্রতি লোকসভা ভোটে টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি এবং নুসরত তৃণমূল প্রার্থী হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড্ হয়েছেন। এ প্রসঙ্গে দেব বললেন,”এটা দুঃখজনক বিষয়। তবে তাতে বেশি পাত্তা দিলে আরও ট্রোল করা হবে।” আপনার মতামত জানান -