এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কেশপুরকে এবার বিজেপির ‘গড়’ করতে মাটি কামড়ে লড়াই শুরু করলেন ভারতী ঘোষ

কেশপুরকে এবার বিজেপির ‘গড়’ করতে মাটি কামড়ে লড়াই শুরু করলেন ভারতী ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় যে কটা আসনে ‘আকর্ষণীয় লড়াই’ হয়েছে – তার মধ্যে ঘাটাল অন্যতম। যেখানে একদিকে ছিলেন বাংলা সিনেমার সুপারস্টার তথা গতবারের বিজয়ী সাংসদ তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব, আর অন্যদিকে ছিলেন এই জঙ্গলমহলের দায়িত্ব একদিন নিজের হাতে দাপিয়ে সামলানো প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ।

যে ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব গতবার হাসতে জিতেছিলেন আড়াই লক্ষেরও বেশি ব্যবধানে, আর বিজেপি পেয়েছিল ৭%-এরও কম ভোট – সেখানে এবার ভারতী ঘোষ বিজেপি প্রার্থী হতেই যে খেলা ঘুরে গেছে মেনে নিচ্ছিলেন অনেক ভোট বিশেষজ্ঞই। আর বাস্তবে হলও তাই, ভোটের দিন নিজেদের প্রমীলা বাহিনী দিয়ে ভারতী ঘোষকে আটকে, ইঁট বৃষ্টি করে ভয়ের পরিবেশ তৈরী অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তা সত্ত্বেও দেখা যায়, কেশপুর বিধানসভা বাদ দিয়ে, বাকি সব জায়গাতেই দুর্দান্ত লড়াই দিয়েছে বিজেপি। দুটি বিধানসভায় জয় পাওয়ার পাশাপাশি, বাকি ৪ টি বিধানসভাতেই পরাজয় ১০ হাজারেরও কম ভোটে। শুধুমাত্র কেশপুরের ৯২ হাজারের লিড, দেবকে আরেকবার পৌঁছে দিল দিল্লি। কিন্তু, হেরে গেলেও ঘাটালকেই আপাতত পাখির চোখ করে ফেলেছেন ভারতী ঘোষ। আর তাই ঘাটালে চাকা উল্টাতে, তিনি প্রথমেই বেছে নিয়েছেন কেশপুরকে।

আর সেই কেশপুরেই একেবারে উলট পুরাণ, দিনকয়েক আগে থেকেই পরিষ্কার হচ্ছিল চিত্রটা। যে চরকা, আনন্দপুরে ভোটের আগে বিজেপির কোন জায়গা ছিল না সেই কেশপুরেই সদর্পে মিছিল করে গেলেন ভারতী ঘোষ। কেশপুরে ৯২ হাজার ভোটে পিছিয়ে থাকলেও, এটা তাঁর নৈতিক জয় বলেই দাবি ভারতী ঘোষের। প্রসঙ্গত, দিন কয়েক আগেই জেলার সাংগঠনিক মিটিং করতে এসে ভারতী ঘোষকে তীব্র কটাক্ষ করেছিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তার জবাব দিয়ে এদিন ভারতী ঘোষ বলেন, যে নেতা নিজের লজ্জা ও ব্যর্থতা ঢাকার জন্য আইপিএসকে দায়ী করে, সেই নেতার কোন মূল্য দিই না! উল্লেখ্য, ভোটের পর থেকেই জল্পনা উঠছিল ভারতী ঘোষকে রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠাতে পারে বিজেপি। এদিন সেই জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য সম্পাদক সঞ্জয় সিং দাবি করেন, পিছনের দরজা দিয়ে নয়, ভারতী ঘোষ এমপি হয়ে যাবেন মানুষের ভোটে জয়ী হয়ে। এদিন কেশপুরে ভারতী ঘোষ কে দেখে রীতিমতো উচ্ছ্বসিত দলীয় কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!