এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানে ‘মর্যাদা লঙ্ঘনের দোষে’ কড়া শাস্তি ডেরেক সহ ৮ হেভিওয়েট সাংসদের!

ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানে ‘মর্যাদা লঙ্ঘনের দোষে’ কড়া শাস্তি ডেরেক সহ ৮ হেভিওয়েট সাংসদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কৃষি বিল নিয়ে সংসদ চত্বর হয়ে উঠেছে উত্তাল। নজিরবিহীন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে রাজ্যসভায় পাস হলো দুটি কৃষি বিল। একটি হলো কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন বিল এবং অপরটি হলো কৃষি পণ্যের দামে সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন এবং চুক্তি সংক্রান্ত বিল। এই দুটি বিল নিয়ে শুরু হয়েছে বিরোধীদের তরজা। বিরোধিতা এতটাই চরমে ওঠে, যেখানে সংবিধানের নিয়ম ভেঙে বিরোধীরা অভব্যতা শুরু করেন সংসদে। আর তার জেরেই বিরোধীদের কড়া শাস্তির মুখোমুখি হতে হল এদিন।

সম্প্রতি সংসদে মর্যাদা লঙ্ঘনের কারণে তৃণমূল সাংসদ সহ 8 জন সাংসদকে রাজ্যসভা থেকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছেন সংসদের চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু । ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে অবভ্যতার জেরে এই শাস্তি বলে জানিয়েছেন নায়ডু। এদিন চেয়ারম্যান জানান, ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে কোন রকম ভাবেই অনাস্থা প্রকাশ করা যায়না। গতকাল ওয়েলে নেমে বিরোধীরা যেভাবে ডেপুটি চেয়ারম্যানকে হুমকি দিয়েছে তা যথেষ্ট লজ্জাজনক বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে কৃষি বিল নিয়ে প্রতিবাদের জন্য ডেরেক সঞ্জয় সিং, রাজু সাতাব, কে কে রাগেশ, রিপুন বোরা, দোলা সেন, সৈয়দ নাজির হুসেন ও এলামারান করিমকে এক সপ্তাহের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। সংবাদ সূত্রে জানা গিয়েছে, গতকাল কৃষি বিল নিয়ে বিতর্কের সময় উপরিউক্ত সাংসদরা ডেপুটি চেয়ারম্যান তথা ত্রিরুচি শিবা হরিবংশের পোর্ডিয়ামের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এমনকি ডেপুটি চেয়ারম্যানের রুল বুক, কাগজপত্র ছিঁড়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিরোধীদের দাবি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে শুধুমাত্র রুলবুক দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু রাজ্যসভার মার্শাল তাঁদের সরিয়ে দেয়। 10 মিনিটের জন্য সেসময় অধিবেশন বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। এরপর অধিবেশন শুরু হলে বিরোধীদের এত প্রতিরোধ সত্ত্বেও শুধুমাত্র ধ্বনিভোটের জেরে সরকারের কৃষি বিল পাস হয়ে যায়। আর তারপরই কংগ্রেস-তৃণমূল সহ ডিএমকে সংসদরা রাজ্যসভায় ধর্নায় বসেন। তবে লোকসভা অধিবেশন শুরুর আগেই এই ধরনা শেষ হয়। এরপর ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী সাংসদরা। অন্যদিকে ডেরেক ও’ব্রায়েন এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি কোনো মতেই রুল বুক ছেঁড়েননি বলে দাবী করেন।

বরঞ্চ রুলবুক দেখানোর চেষ্টা করেছেন তার নামে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। অন্যদিকে এই কৃষি বিল নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা ও দেশের কৃষকদের একাংশ দাবি করতে শুরু করেছে, কেন্দ্রীয় সরকার কৃষি ব্যবস্থাকেও বেসরকারি হস্তে তুলে দিতে চলেছে। আর এই নিয়ে বিবাদের জেরে রবিবার হট্টগোলের নয়া ইতিহাস তৈরি করল রাজ্যসভা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি, এই বিলের মাধ্যমে কৃষকদের সার্বিক বিকাশ হবে এবং তাদের জীবনে যুগান্তকারী পরিবর্তন আসবে। এই টানাপোড়েনের মধ্যে কৃষি বিলকে কেন্দ্র করে অশান্তির আগুন এবার কোন দিকে এগোয়, সে দিকেই লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!