এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতীয়রা বয়কট করছে চীনা দ্রব্য, ভয়ে নতুন প্রোডাক্ট লঞ্চ বন্ধ করে দিল নামী মোবাইল কোম্পানি!

ভারতীয়রা বয়কট করছে চীনা দ্রব্য, ভয়ে নতুন প্রোডাক্ট লঞ্চ বন্ধ করে দিল নামী মোবাইল কোম্পানি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই চীন এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আর সেই রেশ ধরেই সম্প্রতি চীন এবং ভারতের লাদাখ সীমান্তে শুরু হয় গন্ডগোল। এই হানাহানির ঘটনায় ভারতীয় সেনা যেরকম নিহত হয়েছে, সেরকম চীনের সেনাবাহিনীতেও হতাহতের খবর মিলেছে বলে জানা গেছে। এই অবস্থায় এবার আন্তর্জাতিক দেশ চীনকে ভারতে ব্যবসায়িক ক্ষেত্রে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে ভারতবাসী। ইতিমধ্যে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই চিনা উদ্যোগে গড়া জিনিসপত্র বাতিল করার পথে।

এমনকি চীনা মোবাইল থেকে চীন দেশের অ্যাপ আনইন্সটল করে দিয়েছেন ইতিমধ্যে অনেক ভারতবাসীই। অন্যদিকে ভারতের বাজারে চিনা mobile অন্য জায়গা করে নিয়েছিল এতদিন। খুব সফলতার সঙ্গে ভারতের বাজারে চীনা মোবাইল কোম্পানি ব্যবসা চালাচ্ছিল এতদিন। যেরকম, শাওমি, অপ্পো, ভিভোর মত অসংখ্য মোবাইল ফোন ভারতে অসম্ভব জনপ্রিয় ছিল। কিন্তু রাতারাতি এবার চীনের জনপ্রিয় মোবাইল কোম্পানীগুলিকে এককথায় বর্জনের কথা বলতে শুরু করেছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদের অনেকেই।

আর তাই এবার নতুন প্রোডাক্ট লঞ্চ ভারতে আপাতত বন্ধ করে দিল মোবাইল ফোন পরিষেবা সংস্থা অপ্পো। মোবাইল শুধু কেন, চীনের সঙ্গে সামান্যতম সম্পর্ক আছে যেসব বস্তুর সেগুলো প্রত্যেকটিকে এই মুহূর্তে ব্যাপকভাবে বয়কট করার বার্তা উঠেছে ভারতজুড়ে। জনপ্রিয়তম মোবাইল অ্যাপ টিকটককে ইতিমধ্যে অনেকেই আনইন্সটল করে দিয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সীমান্তে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, তার ফলেই এই পুরো ঘটনা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোশ্যাল মিডিয়া জুড়ে সাধারণ মানুষ চীনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে চলেছে বর্তমানে দেখা যাচ্ছে। সূত্রের খবর, বুধবার ইউটিউব লাইভ এর মাধ্যমে ভারতে অপ্পোর নতুন ফোন এক্স-টু অ্যান্ড্রয়েড লঞ্চ করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি পালটে যেতেই হঠাৎ করেই চিনা সংস্থা অপ্পো এই লঞ্চ প্রোগ্রাম ভারতে বাতিল করে দেয় এবং জানানো হয়, ভারত এবং চীনের আভ্যন্তরীণ পরিস্থিতি যতদিন না আবার স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত ভারতে আর কোন ফোন লঞ্চ হবে না অপ্পোর পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারতীয় বাজারে বেশ কয়েক দশক ধরে চীনা মোবাইলগুলি উল্লেখযোগ্য বাজার করে ফেলেছে। যদি ভারতে দশটি ফোন বিক্রি হয়, তার মধ্যে আটটি শুধুমাত্র অপ্পো এবং শাওমির। কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু ফোন নয়, চীন ভারতে আরও বেশকিছু ব্যবসা গড়েছে এতদিনে। সেগুলি নিয়েও আগামীদিনে সমস্যায় পড়তে হতে পারে চীনকে। ইতিমধ্যে ভারতের বাজারে চীনের বেশ কিছু অনলাইন সংস্থাও বাজার চালাচ্ছে রমরমিয়ে। যেরকম- ক্লাব ফ্যাক্টরি, শিন, আলিবাবা, উইশ এর মত শপিং অ্যাপ। সেগুলিও এবার বিদায়ের পথে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত আন্তর্জাতিক নিয়ন্ত্রণরেখায় সম্প্রতি চীন-ভারত সংঘর্ষে প্রাণ দিয়েছে 20 জন ভারতীয় জওয়ান। বিগত কয়েক দশক পর এই প্রথম চিনা সেনাদের হামলায় ভারতীয় জওয়ানদের প্রাণ গেল বলে জানা যাচ্ছে। আর তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে আপামর ভারতবাসী। আর এই অবস্থাতেই সারা দেশজুড়ে চলছে চীনা বিরোধী বিক্ষোভ। বহু জায়গায় চীনা পণ্য বর্জন চলছে প্রকাশ্যে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, চীনকে উপযুক্ত শিক্ষা দেবার বিষয়ে দেশবাসী যেভাবে চীনের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বর্তমানে তা আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলবে যথেষ্ট।

দেশবাসী যেখানে চীনা পণ্য বয়কটের ডাকে সোচ্চার, সেখানে ভারত সরকার ধীরে ধীরে চীনের সঙ্গে সম্পর্ক শিথিল করার দিকে মন দিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ইতিমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে চীন আন্তর্জাতিক মহলে কোণঠাসা হয়ে পড়েছে। এই অবস্থায় ভারতের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে হঠাৎ করে পরিস্থিতি উত্তেজনাময় হয়ে যাওয়ার কারণে চীনকে নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এই পরিস্থিতিতে ভারতের ভারতের বুক থেকে চীন যে তাঁদের একটা দামি বাজার হারাতে চলেছে, সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!