এখন পড়ছেন
হোম > জাতীয় > ভার্চুয়াল বৈঠক থেকে তৃণমূল শিবির ও বাম শিবিরকে একহাত নিলেন প্রধানমন্ত্রী

ভার্চুয়াল বৈঠক থেকে তৃণমূল শিবির ও বাম শিবিরকে একহাত নিলেন প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বড়দিনের দিনে দেশের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দেশের কৃষকদের একাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির ১৮ হাজার কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী। এই ভার্চুয়াল বৈঠক থেকেই তৃণমূল শিবির ও বাম শিবিরের নামে একাধিক অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভার্চুয়াল মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন যে, রাজ্যের শাসক দল তৃণমূল বাংলাকে নষ্ট করছে। রাজনৈতিক কারণের জন্যই এ রাজ্যের কৃষকদের কিষাণ নিধির প্রকল্প থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী জানালেন যে, একথা দেশের সামনে বলতে তাঁর কষ্ট হচ্ছে, কিন্তু রাজনৈতিক বিচারধারার কারণেই এমন দুরবস্থা বাংলার।

ভার্চুয়াল বৈঠক থেকে প্রধানমন্ত্রী জানালেন যে, কিষাণ নিধির প্রকল্পর অর্থ সরাসরি কৃষকদের একাউন্টে পৌছে যাচ্ছে। এক লক্ষ দশ হাজার টাকার বেশি এই প্রকল্পতে অর্থ সাহায্য পেয়েছেন কৃষকেরা। এর মধ্যে কোন দুর্নীতি বা কোন কাটমানি নেই। তিনি জানালেন সমস্ত রাজ্যর কৃষকেরা এই প্রকল্পের টাকা পেয়েছেন, বাদ শুধু পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কৃষক ভাইয়েরা এর টাকা পাননি। তিনি জানান, রাজনৈতিক কারণেই বাংলার কৃষকেরা এই অর্থ লাভ থেকে বঞ্চিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন যে, পশ্চিমবঙ্গের কৃষকেরা কেন এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন না? প্রধানমন্ত্রী জানান যে, তৃণমূল কংগ্রেস পাঞ্জাবে গিয়ে কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। কিন্তু রাজ্যের কৃষকদের অবস্থা বদল করতে কেন্দ্রের যোজনার সুবিধা নিচ্ছে না। তৃণমূল বাংলাকে নষ্ট করেছে, এবার অসুবিধা করছে দিল্লিতে। তিনি অভিযোগ করেছেন, শুধুমাত্র মিথ্যা কথা বলে কৃষকদের ভয় দেখানো হচ্ছে। গণতন্ত্রের কথা না বলে এসব দল নিজেদের স্বার্থে কাজ করছে।

আজ তৃণমূলের সঙ্গে সঙ্গেই বামেদের প্রতিও প্রবল আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, যারা ৩০ বছর ধরে বাংলায় রাজত্ব করেছে। নিজেদের রাজনৈতিক মতাদর্শের কারণে ধ্বংস করেছে কৃষকদের, আজ কৃষকদের সহানুভূতি দেখাচ্ছেন তাঁরা। তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের পুরনো ভাষণ শুনলে বোঝা যাবে যে, বামেরা কি করে বাংলার সর্বনাশ করেছে। তিনি জানালেন যে, বাংলার কৃষকদের জন্য যদি বামেদের এতটা দরদ থাকে, তবে বাংলার কৃষকেরা যাতে কেন্দ্রের পাঠানো সাহায্য পায়, তার জন্য আন্দোলনে কেন নামছে না বাম নেতৃত্ব?

এরপর বাম নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রী জানাবেন যে, বাংলা থেকে পাঞ্জাবে গিয়ে কৃষকদের ভুল বুঝাচ্ছেন বাম নেতারা। বড় বড় ভাষণ দিচ্ছেন তাঁরা। কিন্তু কেরলে এপিএমসি- মান্ডি এসব কিছুই নেই। তাহলে সেখানে কেন আন্দোলন করে এপিএমসি- মান্ডি চালু করছেন না তাঁরা। তিনি অভিযোগ করেছেন দুমুখো রাজনীতি করছে বাম নেতৃত্ব। শুধু মিথ্যা প্রচার কথা হচ্ছে। এভাবেই কৃষকদের সঙ্গে করা ভার্চুয়াল বৈঠক থেকে তৃণমূল ও বামেদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!