এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার জেরে আগামী বছরের IPL-ও ভারতে হবে না? চলে যাবে বিদেশের মাটিতে? জানুন বিস্তারিত

করোনার জেরে আগামী বছরের IPL-ও ভারতে হবে না? চলে যাবে বিদেশের মাটিতে? জানুন বিস্তারিত


 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে এবছর আইপিএল অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ১৩ তম আইপিএল, আর যা দেখতে টিভির পর্দায় চোখ রেখেছেন আপামর দেশবাসী। সম্প্রতি আমিরসহিতে আইপিএল খেলা নিয়ে অনেক সতর্কতা, অনেক সমস্যা তৈরি হলেও শেষ পর্যন্ত দর্শকশূন্য স্টেডিয়ামেই শুরু হয়েছে খেলা। যদিও খেলার আগে অনুশীলন হয়েছে আমিরশাহির স্টেডিয়ামেই। আর সেখানে ক্রিকেটারদের বক্তব্য ছিল উইকেট সহায়ক পিচ যথেষ্ট কাজে আসছে তাদের। তবে প্রথম দুটি ম্যাচের অভিজ্ঞতা হিসাবে সেকথাকে মেনে নেওয়াই যায় বলে মনে করেছেন ক্রীড়াবিদরা।

তবে আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয় আইপিএল শুরু হয়ে যাওয়ার কথা। প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য বছর এত তাড়াতাড়ি আইপিএল শুরু না হলেও দুটি আইপিএল এর মধ্যে তফাৎ থাকে অনেকখানি। বছরে একটা করে অনুষ্ঠিত হওয়া আইপিএল সাধারণত মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। তবে এ বছর করোনা পরিস্থিতিতে খেলা হবে কি হবে না, এই দোনামোনাতে সেটিকে সেপ্টেম্বর-অক্টোবরে করা হয়েছে। হয়তো আগামী বছর মার্চ-এপ্রিলে খেলা অনুষ্ঠিত হলে এবছর আইপিএলে সঙ্গে পরের বছরের আইপিএলের তফাৎ থাকবে মোটে ৬ মাসের। তাই এমন পরিস্থিতিতে অনেকে অনুমান করেছিলেন পরের বছর যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না থাকে তবে পরের বছর হয়তো আমিরসহিতে আইপিএল অনুষ্ঠিত হতে দেখা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরই মধ্যে জানা গেছে আমিরশাহী ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি করে ফেলেছে সৌরভ গাঙ্গুলী অর্থাৎ বিসিসিআই প্রেসিডেন্ট। যার ফলে দুই দেশের ক্রিকেটের সম্পর্কের মধ্যে সৌহার্দ্য গড়ে উঠলেও ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমিরশাহি যে ভারতের ক্রিকেট দলের দ্বিতীয় ঘর হয়ে গেলো, সেটা আর বলে দিতে হয় না। জানা গেছে মউ চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্তে আসা গেছে। আগামী মার্চ এপ্রিলে আমিরশাহির মাঠেই দেখা যেতে পারে আইপিএল। যদিও সেখানে এবছরের মতো দর্শকশূন্য স্টেডিয়াম থাকবে কিনা, জানা না গেলেও আইপিএলের করোনা সতর্কতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ভারতের ক্রিকেটের বোর্ডের এক আধিকারিকের মতে কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড ভারত ক্রিকেট সফর শুরু হবে। আর এই ক্রিকেট সফরের মধ্যেই দেশে করোনার পরবর্তী প্রথম ক্রিকেট খেলা হবে বলে জানিয়েছেন তিনি। তবে ইতিমধ্যেই আগামী ভারত ইংল্যান্ড ক্রিকেট ম্যাচের জন্য জৈব সুরক্ষার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। তবে এর আগেও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ভারতের আসন্ন সিরিজগুলির কথা জানিয়েছিলেন। সেখানে সেপ্টেম্বর-অক্টোবরের আইপিএল ছাড়াও ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যেতে হবে ইন্ডিয়া টিমকে। সেখান থেকে দেশে ফেরার পর ফেব্রুয়ারীতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে কোহলি টিমকে। এছাড়া টেস্ট সিরিজেও দেখা যাবে ভারতীয় এই দলকে। তাই এহেন সিডিউলের মধ্যে কোনভাবে করোনা সংক্রমণ ক্রিকেটারদের ক্ষেত্রে কতটা দুশ্চিন্তা ডেকে আনবে, সেটা বলাই বাহুল্য। তাই সবদিক ভেবে পরবর্তী আইপিএল যদি আমিরসহিতে অনুষ্ঠিত হয়, তবে চমকে যাওয়ার কিছু নেই বলেই মনে করা হয় হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!