এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতে কি এবার বন্ধ হতে চলেছে শ্রমিক স্পেশ্যাল ট্রেন? বড়সড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল?

ভারতে কি এবার বন্ধ হতে চলেছে শ্রমিক স্পেশ্যাল ট্রেন? বড়সড় সিদ্ধান্তের পথে ভারতীয় রেল?


করোনা পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে লকডাউন শুরু হয় বেশ কয়েক মাস আগে। কিন্তু এই লক ডাউন এর কারণে সবথেকে বেশী অসুবিধায় পড়েন ভিন রাজ্যে বসবাসকারী শ্রমিকরা। কারণ কাজ না থাকার দরুন তাঁদের হাতে জমে থাকা অর্থ শেষের মুখে এসে পড়ে, এবং পেটের খাবার যোগানো যথেষ্ট মুশকিল হয়ে পড়ে। সেই সময় তাঁরা বাড়ি ফেরার পথ ধরেন নিঃসহায় অবস্থায়। দীর্ঘ পথ অতিক্রম করে তাঁরা যে যার নিজের রাজ্যে ফেরার চেষ্টা চালাতে শুরু করেন।

অনেককেই পথের মধ্যেই মারা যেতে দেখা যায়। তারপরেই কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যগুলির পক্ষ থেকে দাবি জানানো হয়, শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য। গত পয়লা মে থেকে এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার হয়তো রেল শ্রমিক স্পেশাল ট্রেন গুলি বন্ধ করে দেবে। রেলওয়ের কথা অনুযায়ী রাজ্যগুলি থেকে যতদিন স্পেশাল ট্রেন চালানোর আবেদন করা হবে ততদিন ট্রেন চালানো হবে। তারপরে তা বন্ধ হয়ে যাবে।

গত 30 মে পর্যন্ত ভারতীয় রেলের কাছে আরো 321 টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর অনুরোধ গেছে বলে খবর। এখনো পর্যন্ত ভারতীয় রেলওয়ে চার হাজারের বেশি ট্রেন চালিয়েছে শ্রমিক স্পেশাল হিসেবে। যাতে করে 56 লক্ষ শ্রমিক নিজেদের বাড়ি পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। তবে বর্তমানে দেশের বিভিন্ন রাজ্য থেকে আর শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর সেভাবে আবেদন পাওয়া যাচ্ছে না বলে খবর। যে 321 টি ট্রেনের দাবি করা হয়েছে ভারতীয় রেলের কাছে, তার মধ্যে জানা গেছে বেশিরভাগ ট্রেনের অনুরোধ পশ্চিমবঙ্গ রাজ্যের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত প্রতিদিন প্রায় দুইশ র মতো শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে ভারতীয় রেলের পক্ষ থেকে। 321 টি ট্রেনের দাবি পূরণ করতে ভারতীয় রেল দু’দিন সময় নিয়েছে বলে জানা গেছে। আর এই দুদিনের পর শ্রমিক স্পেশাল ট্রেন আর চলবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ জেগেছে। অন্যদিকে রাজ্যগুলির তরফ থেকে ভারতীয় রেলের কাছে দাবি জানানো হচ্ছে, যাতে পরিকল্পনামাফিক ট্রেন চালানো হয়। অন্যদিকে সূত্রের খবর, রবিবার ভারতীয় রেলওয়ে 69 টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে। তবে এই মুহূর্তে শ্রমিক স্পেশাল ট্রেন আগামী দুদিন পর বন্ধ হয়ে যাওয়ার খবরে যথেষ্ট প্রমাদ গুনছে রাজ্যগুলি। কারণ এখনও বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক রয়েছেন বলে খবর।

অন্যদিকে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে প্রবেশ করার পরেই ভারতে করোনা সংক্রমণের সংখ্যা এক লাফে কয়েকগুণ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে। অন্যদিকে শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফেরা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই জানাচ্ছেন, দীর্ঘ সময় ট্রেনে থাকা সত্ত্বেও তাঁদেরকে কোন খাবার বা পানীয় জল ইত্যাদি দেওয়া হচ্ছেনা। এই অবস্থায় পরিযায়ী শ্রমিকরা রীতিমতো কাহিল হয়ে পড়ছে। ইতিমধ্যে মোজাফফরপুর স্টেশন এর ঘটনা সকলেরই জানা। তাই নিয়ে বিতর্কও হচ্ছে প্রচুর। ভারতীয় রেলের সিদ্ধান্ত অনুযায়ী স্পেশাল ট্রেন বন্ধ হলে আবারো কি সেই পুরনো পরিযায়ী শ্রমিকদের পায়ে চলা ছবি ফিরে আসবে সংবাদমাধ্যমে?

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!