এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতের সেনাবাহিনীতে আগমন হল এই নতুন যোদ্ধার! কিভাবে অভ্যর্থনা জানান হল, জেনে নিন।

ভারতের সেনাবাহিনীতে আগমন হল এই নতুন যোদ্ধার! কিভাবে অভ্যর্থনা জানান হল, জেনে নিন।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- চীনের সাথে সম্পর্ক ভালো যাচ্ছেনা ভারতের। সেই সঙ্গে রয়েছে পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের রাজনৈতিক চাপ। এরমধ্যেই সবার উপরে দোসর হয়েছে করোনা ভাইরাস। চীন লাদাখ সীমান্তে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এতদিন ধরে বিভিন্ন স্তরে কথাবার্তা বললেও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই জানা গেছে। তবে ভারতও নিজেদের সামরিক শক্তিকে নতুনভাবে গড়ে তুলতে একাধিক পন্থা অবলম্বন করেছে। তবে সম্প্রতি সেখানে লড়াইয়ে যোগ হয়েছে এক নতুন যোদ্ধা। যা কিনা সুদূর ফ্রান্স থেকে এসে উপস্থিত হয়েছে।

সম্প্রতি জানা গেছে, এতদিনের অপেক্ষার পর ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ফরাসি যুদ্ধবিমান রাফালে। আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে যাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ফরাসি মন্ত্রী ফ্লোরেন্স পার্লে ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদের উপস্থিতিতেই ১৭নম্বর স্কোয়াড্রন, গোল্ডেন অ্যারোতে যোগ দিয়েছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। তবে এখানে বলে রাখা দরকার, এই যোদ্ধার আগমনে চীন লাদাখ সীমান্তে চিনের জে-২০ যুদ্ধ বিমানের ওড়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। তবে এর মাঝেই বায়ুসেনায় রাফালেন অন্তর্ভুক্তি ভারতকে অনেকটাই সুবিধাজনক অবস্থায় রাখবে বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিমান জুড়ে বিভিন্ন সেন্সর থেকে সংগৃহীত তথ্য প্রদর্শনের জন্য, ককপিটে একটি হোলোগ্রাফিকিক হেড-আপ ডিসপ্লে (এইচইউডি) সিস্টেম, দুটি শীর্ষ-ডাউন ফ্ল্যাট-প্যানেল মাল্টি-ফাংশন ডিসপ্লে (এমএফডি) লাগানো আছে। এর পাশাপাশি রয়েছে একটি কলিমেটেড ডিসপ্লে। কিছু ডিসপ্লেতে মানব-কম্পিউটার ইন্টারঅ্যাকশনের (এইচসিআই) স্বাচ্ছন্দ্যের জন্য একটি টাচ ইন্টারফেস রয়েছে। এছাড়া এমআইসিএ ক্ষেপণাস্ত্রগুলির পুরো সদ্ব্যবহারের জন্য একটি হেড- মাউন্টড ডিসপ্লে (এইচএমডি) ইন্টিগ্রেটেড আছে, যা ককপিট নাইট ভিশন গগলসের (এনভিজি) সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে তৈরি করা হয়েছে।

এছাড়াও রাফালে কোর এভিওনিক্স সিস্টেমগুলি এমডিপিইউ (মডুলার ডেটা প্রসেসিং ইউনিট) নামে একটি সংহত মডুলার এভায়োনিক্স (আইএমএ) রয়েছে। এই আর্কিটেকচারটি ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা ফিউশন, ফায়ার কন্ট্রোল এবং ম্যান-মেশিন ইন্টারফেসের মত মূল বিমানের ফাংশনগুলিকে হোস্ট করে বলে জানা যায়। ৩টি হল সিঙ্গল সিটের ও ২টি ডাবল সিটের এই যুদ্ধ বিমানে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটিওর মিসাইল, আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য স্কাল্প মি ও হ্যামার মিসাইল যোগ করা হয়েছে। ফলে এই বিমানের ঘাতক শক্তি কয়েকগুণ বেড়ে গিয়েছে বলেই জানা গেছে।

২৭ জুলাই ভারতে এই ৫টি রাফালে যুদ্ধবিমান এলেও এদিন আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমানগুলির আবরণ উন্মোচন করা হয়। তারপর একাধিক অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় বায়ুসেনার নতুন সঙ্গী হিসেবে যোগ দেয় রাফালে। এদিন রীতি মেনেই সর্বধর্ম পুজোর পর আকাশে নানা কসরত দেখায় রাফালে, তবে তার সঙ্গে দেখা যায় এসইউ ৩০ ও জাগুয়ার এয়ারক্রাফটকে। যদিও এদিন অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রদর্শনীর সময় খুব ধীরগতিতে উড়তে দেখা যায় বিমানটিকে। পরে আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে রীতি মেনে এই ফাইটার জেটকে জলকামান দিয়ে অভ্যর্থনা জানানো হয় বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!