এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতের ভ্যাকসিন কিনতে চলেছে দক্ষিণ আফ্রিকা, ভারত বায়োটেক এগোল আরও এক ধাপ। ভ্যাকসিন আপডেট, জানুন বিস্তারিত

ভারতের ভ্যাকসিন কিনতে চলেছে দক্ষিণ আফ্রিকা, ভারত বায়োটেক এগোল আরও এক ধাপ। ভ্যাকসিন আপডেট, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন বছরের শুরুতেই খুশির খবর নিয়ে এসেছে ভ্যাকসিন। টানা ৯ মাস করোনা আতঙ্কে কাটানোর পর, একটু হলেও আশার আলো দেখা গেছে। বছরের প্রথম দিনই বৈঠকে বসেছিল কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ কমিটি। সেই বৈঠকের পরই, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অক্সফোর্ড অস্ত্রাজেনেকার তৈরি ভ্যাকসিনকে অনুমতি দেওয়া হয়। এরপরই বিশেষজ্ঞ কমিটি অনুমতি দায় ভারত বায়োটেক এর ভ্যাকসিন কে। অবশেষে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের তরফে অক্সফোর্ড ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পায়ে এই দুই ভ্যাকসিন।

অক্সফোর্ড -অস্ত্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ভারতে প্রস্তুত করছে সিরাম ইনস্টিটিউট। সিরাম ইনস্টিটিউট এর তৈরি এই ভ্যাকসিন “কভিসিল্ড” নামে ভারতের বাজারে আসবে। তবে অক্সফোর্ড ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের পর ৭০% কার্যকর বলা হয়েছে।

ভারতের সিরাম ইনস্টিটিউট এর থেকে ভ্যাকসিন কিনতে চলেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা ভারতের সিরাম ইনস্টিটিউট এর থেকে ১৫ লক্ষ করোনা ভ্যাকসিন কিনতে চলেছে। এর মধ্যে প্রথম দফায় ১০ লক্ষ ভ্যাকসিন পাঠানো হবে জানুয়ারিতে এবং বাকি ৫ লক্ষ ভ্যাকসিন পাঠানো হবে পরবর্তী মাসে। ইতিমধ্যে সিরাম ইনস্টিটিউট জানিয়েছে তাদের ভ্যাকসিন ৯২-৯৫% কার্যকর এবং কোরোনা ভাইরাসের দ্বারা গুরুতর ভাবে আক্রান্ত হওয়ার থেকে বাঁচাতে ১০০% কার্যকর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ভারত বায়োটকের তৈরি কোভ্যাকসিন এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে আছে। এই ভ্যাকসিনের কার্যকারীতা বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি। তৃতীয় পর্যায়ের ট্রায়াল এর জন্য ভারত বায়োটেক এক ধাপ এগোল। ভারত বায়োটেক এর তরফে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের ট্রায়াল এর জন্য তাদের তরফে ২৫৮০০ সেচ্ছা সেবক নিযুক্ত করেছে। ট্রায়াল চালানোর জন্য সেচ্ছা সেবক ৩১ শে ডিসেম্বরের মধ্যে নিযুক্ত করার কথা থাকলেও, সংখ্যাটা কম হওয়ায় তা এক সপ্তাহ পিছিয়ে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভারতের আরও একটি ভ্যাকসিন এর ছাড়পত্র দায় তৃতীয় পর্যায়ে ট্রায়ালে। জাইডাস ক্যাডিলা সংসস্থার দ্বারা প্রস্তুত ভ্যাকসিন, তৃতীয় পর্যায়ে ২৬০০০ ভারতীয়কে দেওয়ার অনুমতি দেওয়া হয়। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের তরফে জানানো হয়েছে, ভ্যাকসিন টি এখুন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল এ রয়েছে এবং ভ্যাকসিন টি নিরাপদ ও তিনটি ডোজ এর পর শরীরে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে।

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮১৩৯ জন, কালকের তুলনায় সংখ্যাটা কিছুটা কমেছে। কাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০৩৪৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৫৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩৪ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২,২৫,৪৪৯। গত ২৪ ঘণ্টায় দেশে ৯,৩৫,৩৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রকের তরফে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!