শুধু সিআইডি জেরাই নয়, ভারতী ঘোষের নির্বাচনী প্রচার “আটকাতে” এবার বাড়ির সামনে বিক্ষোভও! মেদিনীপুর রাজ্য April 24, 2019 দীর্ঘদিন ধরেই তাঁকে নিয়ে বিতর্ক চলছিল। তার বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে নানা মামলাও করা হয়েছিল। কিন্তু কোনো কিছুতেই তেমনভাবে পাত্তা দিতে চাননি তিনি। তবে এবার ভোটের মরশুমে ফের সিআইডি জেরার মুখে পড়ে প্রবল অস্বস্তিতে পড়লেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। জানা গেছে, গত 19 এপ্রিল দাসপুর থানার চককৃষ্ণবাটিতে বর্তমানে ভারতী ঘোষ যে বাড়িতে রয়েছেন, সেখানে গিয়ে সিআইডির পক্ষ থেকে তাঁকে জেরা করা হয়। তবে এইভাবে জেরা করে ভোটের মরসুমে তার প্রচারের কাজে বাধা দেওয়া হচ্ছে বলে পাল্টা শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। অন্যদিকে আজ মঙ্গলবারও সিবিআইয়ের পক্ষ থেকে তাঁকে জেরা করা হবে বলে তার বাড়িতে দেওয়ালে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার পরই বিজেপির কিছু কর্মী সমর্থক এবং গ্রামবাসীরা “সিআইডি হটাও” বলে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে সেখানে আসেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একইভাবে সন্ধ্যার পর পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির পর্যবেক্ষক সায়ন্তন বসুও ভারতী ঘোষের বাড়িতে এসে তার সাথে দেখা করেন। আর সেখানেই সায়ন্তন বসু বলেন, “আমরা এই ব্যাপারে আদালতের শরণাপন্ন ছাড়া আর কিছুই নয়। এটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।” অন্যদিকে ভারতী ঘোষ বলেন, “ঘাটালে বিজেপির পাল্লা ক্রমশ ভারি হচ্ছে। আর প্রচারের এই পিক টাইমে আমাকে জেরার নাম করে আটকে রেখে আমার প্রচার বিঘ্নিত করা হচ্ছে। আমি গোটা বিষয়টি নিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতের সঙ্গে যোগাযোগ করছি।” সব মিলিয়ে এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বাড়িতে সিআইডির নোটিশ সাটিয়ে দেওয়ার ঘটনায় শাসকের বিরুদ্ধে চক্রান্তের তত্ত্বকেই খাড়া করছে বিরোধীরা। আপনার মতামত জানান -