এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের মাঝেই বড়সড় অস্বস্তিতে পড়তে চলেছেন ভারতী ঘোষ? জল্পনা তুঙ্গে

পঞ্চায়েতের মাঝেই বড়সড় অস্বস্তিতে পড়তে চলেছেন ভারতী ঘোষ? জল্পনা তুঙ্গে


বেশ কয়েকদিন পর  প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ পুনরায় খবরের পাতায় আসতে চলেছেন। এই সপ্তাহেই  সিআইডি ঘাটাল আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকেই এটিএম গোপন করে রয়েছেন ভারতী দেবী। বিভিন্ন সময়ে তিনি একাধিক অডিও বার্তা পাঠিয়েছেন। সিআইডি সূত্রে খবর, ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হবে। এমনকি চার্জসিটে থাকছে ভারতী দেবীর ঘনিষ্ঠ ৮ জনের নাম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের এক স্বর্ণ ব্যবসায়ীর দায়ের করা প্রতারণা মামলার জেরে ভারতী ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি। কলকাতা সহ জেলা সব মিলিয়ে একাধিক জায়গায় চিরুনী তল্লাশি চালিয়ে  সিআইডি বিরাট অঙ্কের নগদ টাকা , সোনা , সহ কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। সিআইডি ভারতী ঘোষ কে গ্রেফতার করতে না পারলেও তাঁর ঘনিষ্ঠ একাধিক পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে। সেই মামলার চার্জসিটই এবার পেশ করতে চলেছে সিআইডি। যদিও এর অনেক আগে থেকেই ভারতী ঘোষ তাঁকে রাজনৈতিক দলের নেতা এবং সদস্যরা হেনস্থা করছেন বলে অভিযোগ এনেছিলেন। এবং তিনি দাবি করেন তাঁকে হেনস্থা কান্ডের নেপথ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের প্রতাপশালী নেতা । গ্রেফতার হওয়া তাঁর ঘনিষ্ঠ পুলিশ কর্মীদের ভয় দেখিয়ে বয়ান নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন ভারতী দেবী। অবশ্য  সিআইডি এই অভিযোগ অস্বীকার করেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!