এখন পড়ছেন
হোম > রাজ্য > আবার ‘ভারতী-কান্ড’ বাংলায়, হেভিওয়েট তৃণমূল নেতার রোষে বেকায়দায় পুলিশ অফিসার

আবার ‘ভারতী-কান্ড’ বাংলায়, হেভিওয়েট তৃণমূল নেতার রোষে বেকায়দায় পুলিশ অফিসার

আবার ‘ভারতী-কান্ড’ বাংলায়, হেভিওয়েট তৃণমূল নেতার রোষে বেকায়দায় পুলিশ অফিসার।
গত শনিবার মহম্মদবাজারে কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থক সহ মনোনয়নপত্র পেশ করতে আসেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু ৬০ নম্বর জাতীয় সড়কের কাছে পুলিশ তাঁদের বাধা দেয়।এই সময়ে অভিযোগ ওঠে অস্ত্র, বোমা, ইট, তির, টাঙ্গি নিয়ে বিজেপি দলীয় কর্মী সমর্থকরাপুলিশের ওপর আক্রমন করে। এরপরে গুলিও চলে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই পরিস্থিতিতে ঘটনাস্থল ছেড়ে শাসকদলের সমর্থক ও কর্মীরা পালিয়ে যায়। এর অল্প সময়ের মধ্যেই মহম্মদবাজার ব্লক অফিসে ঢুকে মনোনয়নপত্র পেশ করে বিজেপির প্রার্থীরা। সিপিএম, ফরওয়ার্ড ব্লক, গাঁওতার প্রার্থীরাও একে একে মনোনয়নপত্র পেশ করেন। ঐদিন অনুব্রত বাবু এলাকার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, “ঝাড়খন্ড থেকে লোক এনে সন্ত্রাস করছে বিজেপি। বিষয়টি পুলিশসুপারকে জানানো হলেও কাজ হয়নি।” একই সাথে মহম্মদবাজার এলাকায় কর্তব্যরত লোকপুর থানার ওসি নীলোৎপল বিশ্বাসকে বিজেপির ক্যাডার বলেও কটাক্ষ করেন তিনি। আর সেদিনের সেই অভিযোগের জেরেই বীরভূমের লোকপুর থানার ওসি কে বদলি করা হলো। সূত্রের খবর তাঁকে সিউড়ি পুলিশ লাইনে পাঠানো হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!