এখন পড়ছেন
হোম > রাজ্য > গ্রেপ্তার হয়েছেন ভারতী ঘোষ? রাজনৈতিক মহলে জল্পনা চরমে

গ্রেপ্তার হয়েছেন ভারতী ঘোষ? রাজনৈতিক মহলে জল্পনা চরমে


একটা গোটা দিন কেটে গেলো আন্দাজে অনুমানে। বিষয়টা আর কিছুই না দুর্নীতিমূলক নানা কার্যে অভিযুক্ত প্রাক্তন আইপিএস ও একদা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ গ্রেফতার হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য ভারতী দেবী ও তাঁর স্বামী এম এ ভি রাজুর বিরুদ্ধে সিআইডি তদন্ত চলছে। এদিন ভারতী দেবী গ্রেফতার প্রসঙ্গে তদন্তের ভারপ্রাপ্ত সিআইডি অফিসার কে প্রশ্ন করা হলে তিনি ব্জানালেন, ”এই ব্যাপারে কোনও মন্তব্য করব না।” ভারতী দেবী গ্রেফতার এমন অনুমানের সূত্রপাত হয় যখন ভারতী দেবী ঘনিষ্ঠ এক জন জানান, মঙ্গলবার মাঝরাত থেকে ভারতীর সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন। গোয়েন্দা সূত্রের খবর, ভারতীর বিরুদ্ধে এখনও পর্যন্ত চারটি মামলা রুজু করা হয়েছ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানায় দু’টি, খড়্গপুর লোকাল থানায় একটি এবং কলকাতার আনন্দপুর থানায় একটি। আনন্দপুর থানায় জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । এমত অবস্থায় বাকি তিনটি মামলায় আগাম জামিন পেতে ভারতীকে হাইকোর্টে আবেদন করতে হবে। পরিকল্পনা মতো ঠিক ছিলো ভারতী দেবীর স্বামী এম এ ভি রাজু আগাম জামিন পেলে তবেই ভারতী আগাম জামিনের আবেদন করবেন। রাজুর আগাম জামিনের আবেদনের শুনানি ১২ মার্চ জানা গেছে। এই মর্মে আগামী ১৫ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এদিকে ভারতী দেবীর ঘনিষ্ঠ সূত্রের খবর, হাইকোর্টের অচলাবস্থার কারণে ১২ মার্চ ওই শুনানি না-ও হতে পারে। এইরকম কিছু হলে ভারতী দেবী কবে নাগাদ আগাম জামিনের আবেদন করবেন সেই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!