এখন পড়ছেন
হোম > অন্যান্য > শীতের আগেই ভারতীয় সেনাবাহিনীতে সামরিক শক্তি বাড়াতে আগমন হচ্ছে নতুন অতিথির!

শীতের আগেই ভারতীয় সেনাবাহিনীতে সামরিক শক্তি বাড়াতে আগমন হচ্ছে নতুন অতিথির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ফরাসি যুদ্ধবিমান রাফালে। আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে যাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকতে দেখা গেছে ফরাসি মন্ত্রী ফ্লোরেন্স পার্লে ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। এদের উপস্থিতিতেই ১৭নম্বর স্কোয়াড্রন, গোল্ডেন অ্যারোতে যোগ দিয়েছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। তবে এই যোদ্ধার আগমন যে চীন লাদাখ সীমান্তে ভারতের বায়ুসেনাকে অনেকটাই সুবিধাজনক অবস্থায় রাখবে সেটা বলাই বাহুল্য।

সেই সঙ্গে, দ্বিতীয় দফায় অক্টোবরেই আরও ৫টি রাফালে ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছবে বলে জানা গেছে। আর এবার নাকি এই নতুন যুদ্ধবিমান রাখার জন্য বাংলাকেই বেছে নেওয়া হয়েছে। সেইমত পশ্চিম বর্ধমানের কলাইকুন্ডায় রাখা হবে এই ৫টি রাফালে। মূলত দেশের উত্তর-পূর্বাংশ বরাবর চিন সীমান্তের দিকে নজর রাখতেই কলাইকুন্ডা বিমানঘাঁটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে বাদ যায়নি লাদাখও। শীতকালের অতিরিক্ত ঠান্ডায়ও যাতে সীমান্তে সেনা প্রহরা অব্যাহত থাকে, তার জন্য সম্প্রতি পূর্ব লাদাখের চুমার-ডেমচক এলাকায় T-90 ও T-72 ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে তালমিলিয়ে চলছে সেনা মহড়াও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, সম্প্রতি সেনা কমান্ডার পর্যায়ের দফায় দফায় বৈঠকে ভারত-চিন সীমান্তে বরাবর LACতে অতিরিক্ত সেনা কোনো দেশই পাঠাবে না এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু তা সত্ত্বেও লাদাখ সীমান্তে অশান্তি রয়েছে এখনও। এই অবস্থায় শীতের আগেই ভারতের হাতে আরও একদফা রাফালে যুদ্ধবিমান যে অতিরিক্ত সুরক্ষা দেবে, সেটা বলাই বাহুল্য। জানা গিয়েছে, কলাইকুন্ডা বিমানঘাঁটিতে যে রাফালে থাকবে, তা প্রয়োজন বুঝলে পাঠানো হতে পারে লাদাখেও। ফলে সামরিক শক্তিতে ভারত যে এই মুহূর্তে বেশ ভাল জায়গায় রয়েছে, তা বোঝাই যাচ্ছে।

সেই সঙ্গে এবারের ৫টি রাফালে যুদ্ধবিমানের মধ্যে ৩টি হল সিঙ্গল সিটের ও ২টি ডাবল সিটের। অতিরিক্ত ফিচার হিসেবে এখানে রাখা হয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটিওর মিসাইল, আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য স্কাল্প মি ও হ্যামার মিসাইল। ফলে এই বিমানের শক্তি কয়েকগুণ বেড়েই গিয়েছে। এদিন ভারতে ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনিন জানিয়েছেন যে এই মুহূর্তে ৫টি রাফালে বিমান ফ্রান্সেই রয়েছে। অক্টোবরে তা ভারতে এসে পৌঁছবে, যাতে কিনা ভারতীয় বায়ুসেনার পাইলটরা অনবদ্য বলেই মনে করেছেন। সেই সঙ্গে এই মুহূর্তে ভারত-চিনের সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে শীতের আগে আরও রাফালে যে প্রয়োজন, সেই কথাও স্বীকার করে নিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!