ভারতীয়দের হাত পায়ে শেকল, “চূড়ান্ত অপমান” বলে সোচ্চার হেভিওয়েট সাংসদ! তৃণমূল রাজনীতি রাজ্য February 7, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল থেকেই একটি ছবি সামনে আসে।যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। যেখানে আমেরিকা থেকে বেশ কিছু ভারতীয়দের যেভাবে হাত পায় শেকল দিয়ে পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কেন কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে নীরব, সেই বিষয় নিয়েও কটাক্ষ করতে দেখা যাচ্ছে বিরোধীদের। আর এবার সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়ে সোচ্চার হলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যেভাবে ভারতীয়দের হাত পায়ে শেকল দিয়ে ফ্লাইটে ওঠানো হচ্ছে, তা অত্যন্ত অপমানজনক। আমরা এই ব্যাপারে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছিলাম। কিন্তু আমাদের নোটিশ গ্রহণ করা হয়নি। যার ফলে আমরা ওয়াক আউট করতে বাধ্য হয়েছি।” আপনার মতামত জানান -