এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভাটপাড়ার দখল নিতে নয়া পদক্ষেপ তৃণমূলের, জেনে নিন!

ভাটপাড়ার দখল নিতে নয়া পদক্ষেপ তৃণমূলের, জেনে নিন!

লোকসভা নির্বাচনের সময় থেকে উত্তর 24 পরগনা জেলায় তৃণমূলের অবস্থা খুব একটা ভাল যাচ্ছিল না। একের পর এক পৌরসভা দখল করতে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। কেননা তৃণমূলের হেভিওয়েট দাপুটে নেতা অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে এবার দাঁড়িয়েছিলেন বিজেপির টিকিটে। আর তার পরেই তিনি জয়লাভ করায় তার প্রভাব প্রতিপত্তি বাঁধতে শুরু করে।

যার ফলে তিনি নিজের ব্যক্তিগত প্রভাবে জেলার একাধিক পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের নিজেদের দিকে নিয়ে আসতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই অবশ্য অবস্থার পরিবর্তন ঘটে। ইতিমধ্যেই উত্তর 24 পরগনা জেলার একাধিক পৌরসভা তৃণমূল নিজেদের দখলে নিয়ে আসলেও, ভাটপাড়া পৌরসভাকে এখন পাখির চোখ করেছে তারা। কেননা এখনও পর্যন্ত এই পৌরসভা বিজেপির দখলে রয়েছে।

বর্তমানে ভাটপাড়া পৌরসভায় তৃণমূলের দখলে 18 জন কাউন্সিলর রয়েছেন। এমনকী ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদারও তৃণমূলে ফিরবেন বলে জল্পনা ছড়িয়েছে। আর এই পরিস্থিতিতে এবার ভাটপাড়া পৌরসভায় অনাস্থার তলবি সভা ডাকলেন তৃণমূলের তিন কাউন্সিলর। প্রসঙ্গত, গত 6 ডিসেম্বর তৃণমূলের 18 জন কাউন্সিলর সই করে বিজেপির বিরুদ্ধে একটি চিঠি দেন। যার 13 দিন পর এই পৌরসভার চেয়ারম্যান বিজেপির সৌরভ সিংহ তলবি সভা ডাকেন।

যে সভা হওয়ার কথা ছিল আগামী কুড়ি জানুয়ারি। কিন্তু এরই মাঝে গত 26 ডিসেম্বর এই পৌরসভার ভাইস চেয়ারম্যান পুর এবং নগরোন্নয়ন দপ্তর একটি চিঠি দিয়ে জানান যে, এত বিলম্ব করে যেন সভা ডাকা না হয়। পাশাপাশি গত সোমবার তৃণমূলের তিনজন কাউন্সিলর মহকুমাশাসককে অনাস্থার সভা সংক্রান্ত একটি চিঠি জমা দেন। যার পরিপ্রেক্ষিতে সেই সভা ডাকা হয়েছে আগামী 2 জানুয়ারি। তবে চেয়ারম্যান তলবি সভা ডাকার পরে এইভাবে কাউন্সিলররা সেই সভা ডাকতে পারেন কিনা! তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা এই ব্যাপারে তৃণমূল কাউন্সিলর নাসিরউদ্দিন সাহেব বলেন, “আমরা পুর আইন মোতাবেক অনাস্থার তলবি সভা ডেকেছি। চেয়ারম্যান সময় মত সভা ডাকেনি। তাছাড়া এত দীর্ঘ বিলম্ব কেন! অস্থায়ী কর্মীরা সাত মাস ধরে বেতন পাচ্ছেন না। পৌরসভায় অচলাবস্থা তৈরি করে রাখতে চাইছে। আমরা চাই ভাটপাড়া পৌরসভা সচল হোক।” এদিকে এই ব্যাপারে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার বলেন, “2 জানুয়ারি অনাস্থার তলবি সভা হলে ভোট দিতে যাব এবং তৃণমূলের পক্ষেই ভোট দেব।”

আর চেয়ারম্যান অনাস্থার তলবি সভা 20 জানুয়ারি ডাকলেও, তা যেভাবে খারিজ হয়ে গেল এবং 2 জানুয়ারি স্থির হল, তাতে বিজেপির বিড়ম্বনা বাড়ল বলেই মনে করছে একাংশ। এদিন এই প্রসঙ্গে ব্যারাকপুরের মহকুমা শাসক আবদুল কালাম আজাদ ইসলাম বলেন, “তিন কাউন্সিলারের চিঠি পেয়েছি। পুর ও নগরোন্নয়ন দপ্তরকে চিঠি পাঠানো হবে। সেখান থেকে যা নির্দেশ আসবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।” তবে অনাস্থার তলবী সভা যেদিন হোক না কেন তাতে শেষপর্যন্ত কে শেষ হাসি হাসে, সেদিকেই নজর থাকবে বিশ্লেষকদের

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!