এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ব্যারাকপুরে লোকসভা ভোটে অর্জুন সিংয়ের ভাগ্যে কি আছে তা নির্ধারিত হয়ে যাবে আজই?

ব্যারাকপুরে লোকসভা ভোটে অর্জুন সিংয়ের ভাগ্যে কি আছে তা নির্ধারিত হয়ে যাবে আজই?


আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে যে কটি আসনে অন্যতম উত্তেজক লড়াই হতে চলেছে – তার মধ্যে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা আসনটি অন্যতম। এই আসন একদা সিপিএমের তড়িৎ বরণ তোপদারের নামের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল – কিন্তু, সেই দুর্ভেদ্য বাম দুর্গ ভেঙে তছনছ করে দিয়ে সেখানে ফোটে ঘাসফুল। দীনেশ ত্রিবেদীকে মুখ করে ২০০৯ ও ২০১৪ সালে এই লোকসভা ছিল রাজ্যের শাসকদলের দখলেই। এই বছরেও বিজেপির প্রবল উত্থান সত্ত্বেও খুব একটা ব্যতিক্রম হওয়ার কিছু ছিল না – কিন্তু, হঠাৎ করেই এখানে কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করে বসেন দীনেশ ত্রিবেদীকে সাংসদ করার মূল ‘কারিগর’ অর্জুন সিং।

অর্জুনবাবুর স্পষ্ট বক্তব্য ছিল – তৃণমূল কংগ্রেস সাংসদ দীনেশ ত্রিবেদীকে নির্বাচনের সময় ছাড়া এলাকায় দেখায় যায় না! সারা বছর মানুষের বিপদে-আপদে ছুটে গিয়ে তাঁকেই পাশে দাঁড়াতে হয় – ফলে, ব্যারাকপুরবাসীর আবেগকে মর্যাদা দিয়ে এবার আর দীনেশ ত্রিবেদীকে নয় এই আসন থেকে টিকিট দেওয়া হোক তাঁকেই। অন্যদিকে, সেই জল্পনা রটে যায় – দীনেশ ত্রিবেদীকে তৃণমূল কংগ্রেস টিকিট না দিলে, দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভালো সম্পর্কের জেরে তাঁকে টিকিট দিয়ে দেবে গেরুয়া শিবির। ফলে, শাসকদলের তখন অবস্থা দাঁড়ায় – শ্যাম রাখি না কুল! আর এই পরিস্থিতিতে সবদিক সামাল দিতে আসরে নামেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নবান্নে একযোগে ডেকে পাঠান অর্জুন সিং ও দীনেশ ত্রিবেদীকে। আর সমঝোতা সূত্র হিসাবে, নির্বাচন মিটে গেলেই অর্জুন সিংকে রাজ্যের মন্ত্রিত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি, বদলে দীনেশ ত্রিবেদীকে লোকসভার প্রার্থী হিসাবে মেনে নেওয়ার নির্দেশ দেন। অর্জুন-শিবিরের দাবি, এই প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারেননি, আর তাই রাজ্যের শাসকদল অর্জুন সিংকে ‘নজরবন্দি’ করার চেষ্টা করলেও, ঝাড়খণ্ডের নির্বাচনী দায়িত্ব সামলাতে যাচ্ছি বলে সোজা দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। বিজেপিও তাঁকে ব্যারাকপুরের টিকিট দিয়ে দেয় – ফলে ব্যারাকপুর এখন রীতিমত ‘প্রেস্টিজ ফাইট’ হয়ে গেছে। দীনেশ ত্রিবেদীকে জেতাতে ঘাঁটি গেড়ে পরে আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক – জানা গেছে প্রচারে ঝড় তুলতে আসবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীও।

কিন্তু, লোকসভা নির্বাচনে কি ফল হতে পারে – তার একটা আভাস আজই সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা, অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক থাকার পাশাপাশি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও ছিলেন। তিনি বিজেপিতে যোগ দিতেই – তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব আনে শাসকদল। এখন, শাসক শিবির ও অর্জুন শিবির – দুই তরফেই দাবি, এই আস্থা ভোটে জেতার মত প্রয়োজনীয় কাউন্সিলরের সমর্থন আছে তাঁদের কাছে। লোকসভার আগে অর্জুন সিংয়ের ‘গড়’ বলে পরিচিত ভাটপাড়াতেই তাঁকে হারিয়ে দিলে ‘বাড়তি অ্যাডভ্যান্টেজ’ পাবে শাসকদল – অন্যদিকে ভাটাপাড়া নিজের দখলে রাখতে পারলে অর্জুন সিং বার্তা দিতে পারবেন – ব্যারাকপুর কার্যত তাঁর সমর্থনেই পাশে আছে। সবমিলিয়ে লোকসভার আগেই – জমজমাট ব্যারাকপুরের রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!