এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > রিপোর্ট দিতে ঢুকেছিলেন, বেরোলেন রিপোর্ট নিয়ে,ভাটপাড়া কাণ্ডে নয়া মোর

রিপোর্ট দিতে ঢুকেছিলেন, বেরোলেন রিপোর্ট নিয়ে,ভাটপাড়া কাণ্ডে নয়া মোর

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে থাকে। যার মধ্যে অন্যতম উত্তর 24 পরগনার ভাটপাড়া। কখনও বোমা আবার কখনও বা গুলির লড়াইয়ে সেখানকার মানুষেরা তীব্র আতঙ্কে রয়েছেন। পরিস্থিতি মোকাবিলা সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হলেও রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে বিরোধীরা।

এমন একটা পরিস্থিতিতে গত 27 জুন সেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে থাকা ভাটপাড়া- কাকিনাড়া এলাকা পরিদর্শন করেন বুদ্ধিজীবীদের একাংশ। যেখানে উপস্থিত ছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, চন্দন সেন, শুভেন্দু মাইতির বিশিষ্টজনেরা। এমনকি এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তার একটি রিপোর্টও তৈরি করেন বুদ্ধিজীবীরা।

আর সেই রিপোর্টই সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে এসেছিলেন নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে তিনি ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে রিপোর্ট তুলে দিলেও পাল্টা মুখ্যমন্ত্রীর তরফেও এই ব্যাপারে একটি রিপোর্ট কৌশিকবাবুর হাতে তুলে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন কৌশিক সেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। কিন্তু কি আলোচনা হল তাদের মধ্যে! মুখ্যমন্ত্রী তার হতে ঠিক কি রিপোর্ট তুলে দিলেন! এদিন এই প্রসঙ্গে কৌশিক সেন বলেন, “প্রশাসনের যিনি সর্বোচ্চ মানুষ তার সঙ্গে কথা বললাম। সুতরাং আমরা আশ্বস্ত। তিনি গোটা ব্যাপারটি নিয়ে ওয়াকিবহাল। আমার মনে হয়েছে, একটা ইতিবাচক ফলাফল আমরা আশা করব। মুখ্যমন্ত্রী আমার কাছ থেকে একটি রিপোর্ট নিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি রিপোর্ট আমার হাতে তুলে দিয়েছেন।”

জানা গেছে, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনের হাতে মুখ্যমন্ত্রীকে তুলে দেওয়া এই রিপোর্টে ভাটপাড়ার পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ঠিক কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, তার উল্লেখ রয়েছে। এদিকে আরও কিছু দিনের মধ্যে ফের বিশিষ্টজনেরা সেই ভাটপাড়া পরিদর্শনে যাবেন বলেও জানিয়েছেন কৌশিক সেন। সব মিলিয়ে এবার উত্তপ্ত ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে একটি রিপোর্ট জমা দেওয়ার পর রাজ্যের তরফেও প্রশাসনিক প্রধানের কাছ থেকে বুদ্ধিজীবীদের একটি রিপোর্ট দেওয়া হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!