এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > রণক্ষেত্র ভাটপাড়া, শেষ দফার ভোটের আগে দুষ্কৃতীদের তাণ্ডবের জন্য জ্বলল গাড়ি, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

রণক্ষেত্র ভাটপাড়া, শেষ দফার ভোটের আগে দুষ্কৃতীদের তাণ্ডবের জন্য জ্বলল গাড়ি, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী


ধীরে ধীরে সমস্ত দফা শেষ করে অবশেষে সপ্তম তথা শেষ দফার নির্বাচন দিকে এগিয়েছে গোটা দেশ। আর গোটা দেশের সাথে সেই সপ্তম তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাতেও। ভোটের দামামা বাজার অনেক আগে থেকেই বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সারা দেশে এই লোকসভা নির্বাচন হলেও কোথাও কোনো সন্ত্রাসের ঘটনা না ঘটলেও একমাত্র গণতন্ত্র না থাকার জন্য বাংলাতেই শাসক দল তৃণমূলের অঙ্গুলিহেলনে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বারে বারেই সেই অভিযোগ অস্বীকার করে দেওয়া হয়েছে। আর এবার সপ্তম তথা শেষ দফার নির্বাচনের আগে ফের রণক্ষেত্র উঠল ভাটপাড়া।

প্রসঙ্গত, বাংলার ৯ টি কেন্দ্রের লোকসভা নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি বিধানসভা উপনির্বাচনেরও নির্বাচন রয়েছে এদিন।যেখানে রয়েছে ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনও। কেননা এই ভাটপাড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ এবারের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং ব্যারাকপুর থেকে প্রার্থী হয়েছেন। ফলে শূন্য হয়ে যাওয়া সেই ভাটপাড়া বিধানসভা আসনে এবার পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এবং অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন সেই অর্জুন সিংহেরই পুত্র পবন সিংহ।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় ভাটপাড়া আর্যসভা মোড়ে গুলি এবং বোমা চলতে থাকে। যেখানে দুটি গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। আর নির্বাচনের আগের দিন ভাটপাড়া বিধানসভায় এহেন উত্তেজনা হওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল এবং বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে সরব হয়েছে। এদিন এই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বলেন, “আমি যখন আর্যসভার মোড়ের দিকে যাচ্ছিলাম তখনই দেখি ফায়ারিং হচ্ছে। বাইরে থেকে লোক এসে গুলি চালিয়েছে। মানুষই দুষ্কৃতীদের ঘিরে ধরে গাড়ি ভাঙচুর করে। আধাসেনার হাত থেকে হাতিয়ার কেড়ে নেওয়া হয়েছে। পুলিশের কোনো দেখা পাওয়া যায়নি।”

অন্যদিকে এই ব্যাপারে পাল্টা বিজেপির অর্জুন সিংহের বিরুদ্ধে সরব হয়েছেন ভাটপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মদন মিত্র। তিনি বলেন, “পর্যবেক্ষক সময় দিয়েছিলেন, তাই তার কাছে গিয়েছিলাম। তখনই হঠাৎ শুনতে পাই যে এরকম পরিস্থিতি হয়েছে। অর্জুন সিং ঘরে ঢুকে সাধারণ মানুষের ওপর বোমা এবং গুলি চালাতে শুরু করে। অর্জুনের নিরাপত্তায় থাকা সিআইএসএফ মারতে শুরু করে এবং হুমকি দিতে শুরু করে। ওরাই গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। অর্জুন সিং আর্যসভায় কি করছিলেন!” এদিকে নির্বাচনের আগের দিন ভাটপাড়ায় এহেন অশান্তির ঘটনা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, অর্জুন বনাম মদনের এই লড়াইয়ে শেষ পর্যন্ত ভাটপাড়ায় শান্তিমত নির্বাচন হবে কি না তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!