এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভাটপাড়া নিজেদের দখলে রাখছে আসরে নামলেন অর্জুন সিং, জমজমাট ভাটপাড়া

ভাটপাড়া নিজেদের দখলে রাখছে আসরে নামলেন অর্জুন সিং, জমজমাট ভাটপাড়া


 

লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে উত্তর 24 পরগনায় বিজেপি তৃণমূলের কাছ থেকে একাধিক পৌরসভা নিজেদের দখলে আনতে সক্ষম হয়। যার প্রধান কারণ হিসেবে দেখা হয়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল ছেড়ে বিজেপিতে দাঁড়ানোর অর্জুন সিংহের সাংসদ হয়ে যাওয়া। তৃণমূলের বিধায়ক হয়ে অর্জুন সিংহ দাপটের সঙ্গে রাজনীতি করেছেন।

পরবর্তীতে লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে টিকিট না পেয়ে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি বিজেপিতে নাম লিখিয়েছিলেন। আর এরপরই ব্যারাকপুর থেকে দীনেশ ত্রিবেদীকে হারিয়ে বিজেপি টিকিটে সাংসদ হয়েছিলেন অর্জুন সিংহ। আর সাংসদ হওয়ার পরই তৃণমূলের অনেক কাউন্সিলরকে বিজেপিতে আনতে সক্ষম হয়েছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই অবশ্য অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া থেকে হালিশহর, একাধিক পৌরসভার বিজেপিতে যাওয়া কাউন্সিলররা ফিরে আসে তৃনমূল কংগ্রেসে। যার ফলে তৃণমূল সেই সমস্ত পৌরসভা নিজেদের দখলে রাখে। তবে ভাটপাড়া পৌরসভা বিজেপির দখলে থাকায় সেই পৌরসভা দখলে আনতে অনেকদিন ধরেই ঘুটি সাজাচ্ছিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূলের তিন কাউন্সিলর আগামী 2 জানুয়ারি কাউন্সিলার বৈঠক চেয়ে পৌরসভার শাসক দল বিজেপির ওপর চাপ বাড়াতে শুরু করেছে।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, তৃণমূল এই ভাটপাড়া পৌরসভা দখলের ব্যাপারে বর্তমানে আত্মবিশ্বাসী। কেননা এই পৌরসভার মোট 18 জন কাউন্সিলর তাদের দখলে রয়েছে‌। ফলে তারা সংখ্যাগরিষ্ঠ বলে দাবি তৃণমূলের একাংশের। তাই সেদিক থেকে কাউন্সিলর বৈঠকের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে অনাস্থাকে পাস করিয়ে নিয়ে ক্ষমতা দখল করতে চাইছে তৃনমূল কংগ্রেস। তবে তৃণমূলের আনা অনাস্থা যদি কার্যকর হয়, তাহলে বিজেপির কাছে যে তা অত্যন্ত চিন্তার কারণ, তা বুঝতে বাকি নেই কারোরই।

আর তাই সেই অনাস্থা যদি দেরি করে আসে, তার জন্য পাল্টা কৌশল খাটাতে শুরু করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। আত্মপ্রত্যয়ের সঙ্গে অর্জুন সিংহের দাবি, এই পৌরসভা ক্ষমতা তাদের দখলেই থাকবে। যদিও বা প্রথম থেকেই এই ব্যাপারে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, “22 জনের সমর্থন তৃণমূলের দিকে রয়েছে। তবে এই সংখ্যাটা ধীরে ধীরে 27 এ পরিণত হবে। আস্থা ভোটের দিন সমর্থনের সংখ্যাটা আরও বাড়বে।”

আর এর ফলেই তৃণমূল যে এই পৌরসভা দখল করতে বিন্দুমাত্র সময় নিতে চায় না, আর তার কারণেই যে তারা 2 জানুয়ারি এই বিজেপি পরিচালিত পৌরসভার বিরুদ্ধে অনাস্থা আনতে চাইছে, তা বুঝতে পেরেই এবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে গর্জন ছাড়লেন বিজেপির অর্জুন সিংহ। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, “ভাটপাড়ার চেয়ারম্যানের তরফে একমাস সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের বলার কোনো এক্তিয়ার নেই। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত আদালতেই লড়াই হবে।”

আর অর্জুন সিংয়ের এই মন্তব্যেই এবার ছড়িয়ে পড়ল জল্পনা। তাহলে কি শেষ পর্যন্ত তৃণমূলের 2 জানুয়ারির ব্যাপারে রাজী না হয়ে আদালতের দ্বারস্থ হবে বিজেপি! আর তাতেই কি স্বাভাবিকভাবে পিছিয়ে যাবে তৃণমূলের এই অনাস্থা! এখন কি হবে, কোন দিকে মোড় নেবে ভাটপাড়া পৌরসভা! সেদিকে অবশ্যই নজর থাকবে বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!